১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্ক:  উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ হল। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম শিক্ষার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

৫৭ দিনের মাথায় এই ফল প্রকাশ। পাশের হার পাশের হার ৮৯. ২৫ শতাংশ।  পাশের হার নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.৭৫ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে হুগলি থেকেই রয়েছে ১৮ জন।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে। ২ লাখ ৭৩ হাজার ৫৮০ জন ৬০ শতাংশের বেশি নাম্বার পেয়েছে।সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য  এদিন উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করেন।

আরও পড়ুন: ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

মেধাতালিকায় ৮ মুসলিম পরীক্ষার্থীর নাম

১। আবু সামা- উত্তর দিনাজপুর- রামকৃষ্ণপুর প্রামোদে দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুল- ৪৯৫ (৯৯.০) দ্বিতীয় স্থান

২। সহেলি আহমেদ-আলিপুরদুয়ার-কামাক্ষ্যাগুড়ি গার্লস হাই স্কুল-প্রাপ্ত নাম্বার- ৪৯১-(৯৮.২)- ষষ্ঠ স্থান

৩। শিরিন আলম-জেলা-দার্জিলিং- শিলিগুড়ি গার্লস হাই স্কুল-প্রাপ্ত নাম্বার- ৪৮৯ (৯৭. ৮) (স্থান-অষ্টম)

৪। সৈয়দ সাকলেন কবীর- পশ্চিম মেদিনীপুর- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া (রেসিডেন্সিয়াল) -প্রাপ্ত নাম্বার-৪৮৯- (৯৭.৮) স্থান অষ্টম

৫। আমজাদ হোসেন -কোচবিহার-প্রেমেডাঙ্গা দেওয়ান বর্মণ হাই স্কুল -প্রাপ্ত নাম্বার-৪৮৮ (৯৭. ৬) (স্থান-নবম)

৬। শেখ আবদুল রাজ্জাক -জেলা বাঁকুড়া- হারমাশ্রা হাই স্কুল- প্রাপ্ত নাম্বার-৪৮৭ (৯৭.৪) (দশম)

৭. সেখ সইফ উদ্দিন আহমেদ- পূর্ব মেদিনীপুর- কালিন্দী ইউনিয়ন হাই স্কুল- প্রাপ্ত নাম্বার- ৪৮৭ (৯৭.৪) দশম

৮। আনজুমা দিলরুবা – হুগলি- গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়- প্রাপ্ত ৪৮৭- (৯৭.৪) দশম

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ হল। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম শিক্ষার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

৫৭ দিনের মাথায় এই ফল প্রকাশ। পাশের হার পাশের হার ৮৯. ২৫ শতাংশ।  পাশের হার নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.৭৫ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে হুগলি থেকেই রয়েছে ১৮ জন।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে। ২ লাখ ৭৩ হাজার ৫৮০ জন ৬০ শতাংশের বেশি নাম্বার পেয়েছে।সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য  এদিন উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করেন।

আরও পড়ুন: ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

মেধাতালিকায় ৮ মুসলিম পরীক্ষার্থীর নাম

১। আবু সামা- উত্তর দিনাজপুর- রামকৃষ্ণপুর প্রামোদে দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুল- ৪৯৫ (৯৯.০) দ্বিতীয় স্থান

২। সহেলি আহমেদ-আলিপুরদুয়ার-কামাক্ষ্যাগুড়ি গার্লস হাই স্কুল-প্রাপ্ত নাম্বার- ৪৯১-(৯৮.২)- ষষ্ঠ স্থান

৩। শিরিন আলম-জেলা-দার্জিলিং- শিলিগুড়ি গার্লস হাই স্কুল-প্রাপ্ত নাম্বার- ৪৮৯ (৯৭. ৮) (স্থান-অষ্টম)

৪। সৈয়দ সাকলেন কবীর- পশ্চিম মেদিনীপুর- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া (রেসিডেন্সিয়াল) -প্রাপ্ত নাম্বার-৪৮৯- (৯৭.৮) স্থান অষ্টম

৫। আমজাদ হোসেন -কোচবিহার-প্রেমেডাঙ্গা দেওয়ান বর্মণ হাই স্কুল -প্রাপ্ত নাম্বার-৪৮৮ (৯৭. ৬) (স্থান-নবম)

৬। শেখ আবদুল রাজ্জাক -জেলা বাঁকুড়া- হারমাশ্রা হাই স্কুল- প্রাপ্ত নাম্বার-৪৮৭ (৯৭.৪) (দশম)

৭. সেখ সইফ উদ্দিন আহমেদ- পূর্ব মেদিনীপুর- কালিন্দী ইউনিয়ন হাই স্কুল- প্রাপ্ত নাম্বার- ৪৮৭ (৯৭.৪) দশম

৮। আনজুমা দিলরুবা – হুগলি- গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়- প্রাপ্ত ৪৮৭- (৯৭.৪) দশম