কর্নাটকে অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ুয়াদের আধারের আদলে আপার আইডি

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 23
বেঙ্গালুরু, ১৮ জুলাই : দেশের মধ্যে প্রথম কর্নাটকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত শিশুদের আপার আইডি দেওয়া হচ্ছে। আপার আইডি কতকটা আধার কার্ডের মতোই। অটোমেটিক পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এতেও আধার এর মতো একটি নম্বর দেওয়া হচ্ছে, যাতে শিশুর শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
থাকবে মাসিক, ত্রৈমাসিক, অর্দ্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ফল, অভিভাবক এবং শিক্ষকদের বৈঠকের বিবরণ, স্কুলের অন্য যে সব অনুষ্ঠান হয় তার রিপোর্ট ইত্যাদি সব কিছু। কোনও শিশুর আপার আইডি কম্পিউটারে বা মোবাইলে দিলেই নিদ্দিষ্ট ওয়েবসাইট যাবতীয় তথ্য দেবে।
৩ থেকে ৬ বছরের যে সব শিশু প্রাক প্রাথমিক বিভাগে পড়াশোনা করবে তাদের যাবতীয় তথ্য নখদর্পনে মিলবে। কর্নাটকে উচ্চশিক্ষা বিভাগের পড়ুয়াদের জন্য এইরকম কার্ডের ব্যবস্থা রয়েছে। এবার তা প্রাক প্রাথমিক বিভাগেও চালু হল। শিক্ষা মন্ত্রক এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক মিলে এই প্রকল্প চালু করা হয়েছে। এতে সারা রাজ্যে অঙ্গনওয়াড়ি স্কুলগুলিতে কীরকম পড়াশোনা হচ্ছে তা কেন্দ্রীয় ভাবে নজরদারি করা যাবে।