নিয়োগ মামলায় বিচারপতি সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানি

- আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 95
পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় চলে রুদ্ধদ্বার শুনানি। গত মঙ্গলবার এই মামলায় জড়িতদের হাজিরা দিতে বলেছিলেন বিচারপতি। তাঁরা সকলেই এদিন এজলাসে উপস্থিত ছিলেন। বুধবার বাইরের কাউকে এজলাসে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।বিচারপতি সিনহার এজলাসে উপস্থিত ছিলেন ভয়েস স্যাম্পল টেস্ট বিশেষজ্ঞ চিকিত্সক, ইডির জয়েন ডিরেক্টর, মামলাকারীর আইনজীবী, সিবিআই এবং ইডির আইনজীবীরা। নিয়োগ মামলায় জড়িত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরে নমুনা কেন নেওয়া যাচ্ছে না? সেটা জানতেই এদিন মূলত জয়েন ডিরেক্টর ইডি এবং ইএসআই হাসপাতালের চিকিত্সককে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি সিনহা। এছাড়াও লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থা এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টের বিষয়ে ইডি আধিকারিককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।