০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ   নূপুর শর্মার মন্তব্যের বিতর্কের জেরে সারা দেশ উত্তাল। সেই উত্তালের রেশ গত শুক্রবার পড়েছিল প্রয়াগরাজে। সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে উত্তরপ্রদেশের যোগী সরকার আরাজকতার নাম দিয়ে বিনা বিচারে প্রতিবাদের অংশগ্রহণ করা সাধারণ মানুষের ওপর করছে নির্মম অত্যাচার এমনটাই বলছেন রাজনৈতিক ওয়াকিবহল মহল।

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

 

তারই ফলস্বরূপ জেএনইউ এর ছাত্রী তথা এনআরসি আন্দোলনের মুখ আফরিন ফাতিমার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় যোগী প্রশাসন। সেই ঘটনার প্রতিবাদে একে একে পথে নেমেছে দেশের বিভিন্ন স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। নবী সাঃ এর অবমাননা ও NRC বিরোধী আন্দোলনের মুখ আফরিন ফাতিমার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবার রাজপথে নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা।

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

এদিনের প্রতিবাদ মিছিলে তারা জানান, একের পর এক সংখ্যালঘু দমন এই দেশের দৈনন্দিন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । ধর্মের নামে মানুষ হত্যা , তিন তালাক ,বাবরি মসজিদ ,NRC CAA , হিজাব নিষেধাজ্ঞা সহ একের পর এক অজস্র মুসলিম দমনের প্রতিচ্ছবি সর্বদায় বিরাজমান । এমন পরিস্থিতিতে প্রতিবাদই তাঁদের একমাত্র ভাষা । প্রতিবাদই তাঁদের একমাত্র উত্তরণের পথ দেখাতে পারে । তবে সেই প্রতিবাদ হতে হবে সুসংগঠিত ,মার্জিত ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ   নূপুর শর্মার মন্তব্যের বিতর্কের জেরে সারা দেশ উত্তাল। সেই উত্তালের রেশ গত শুক্রবার পড়েছিল প্রয়াগরাজে। সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে উত্তরপ্রদেশের যোগী সরকার আরাজকতার নাম দিয়ে বিনা বিচারে প্রতিবাদের অংশগ্রহণ করা সাধারণ মানুষের ওপর করছে নির্মম অত্যাচার এমনটাই বলছেন রাজনৈতিক ওয়াকিবহল মহল।

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

 

তারই ফলস্বরূপ জেএনইউ এর ছাত্রী তথা এনআরসি আন্দোলনের মুখ আফরিন ফাতিমার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় যোগী প্রশাসন। সেই ঘটনার প্রতিবাদে একে একে পথে নেমেছে দেশের বিভিন্ন স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। নবী সাঃ এর অবমাননা ও NRC বিরোধী আন্দোলনের মুখ আফরিন ফাতিমার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবার রাজপথে নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের পড়ুয়ারা।

প্রতিবাদী ফাতিমার বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, সরব আলিয়ার পড়ুয়ারা

এদিনের প্রতিবাদ মিছিলে তারা জানান, একের পর এক সংখ্যালঘু দমন এই দেশের দৈনন্দিন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । ধর্মের নামে মানুষ হত্যা , তিন তালাক ,বাবরি মসজিদ ,NRC CAA , হিজাব নিষেধাজ্ঞা সহ একের পর এক অজস্র মুসলিম দমনের প্রতিচ্ছবি সর্বদায় বিরাজমান । এমন পরিস্থিতিতে প্রতিবাদই তাঁদের একমাত্র ভাষা । প্রতিবাদই তাঁদের একমাত্র উত্তরণের পথ দেখাতে পারে । তবে সেই প্রতিবাদ হতে হবে সুসংগঠিত ,মার্জিত ।