১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেধাতালিকায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার
  • / 11

মেধাতালিকায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী (ছবি-সন্দীপ সাহা)

পুবের কলম প্রতিবেদক: এ বছরের মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতা থেকে জেলার ছাত্রছাত্রীদের ফল ভালো হয়েছে। কলকাতার শুধু পাঠভবন স্কুল শ্রুতর্ষি ত্রিপাঠী চতুর্থ স্থান অধিকার করেছে।

মেধাতালিকায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

ভবিষ্যতে নাসায় রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। তাঁর বাবা ফিজিক্সের অধ্যাপক এবং শুরশুনা কলেজের অধ্যক্ষ। শ্রুতর্ষিরও পছন্দের বিষয় ফিজিক্স। শ্রুতর্ষি জানিয়েছেন, সে বই পড়তে ভালোবাসে। সেই তালিকায় যেমন রয়েছে গল্পের বই, তেমনই রয়েছে পড়াশোনার বই।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

তাঁর এই ফলাফলে খুশি পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের প্রধানশিক্ষিকা শুভা গুপ্ত জানিয়েছেন, আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রুতর্ষি। বরাবরই মেধাবী ছাত্র। ওর থেকে প্রত্যাশা ছিলই। আগে থেকেই ভেবেছিলাম ভালো ফল করবে। তাই হয়েছে। তার এই ফলাফলে খুব খুশি আমরা। পড়াশোনার পাশাপাশি খুব ভালো ক্যুইজ, ডিবেট করে শ্রুতর্ষি।

আরও পড়ুন: Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

ছোট থেকে পাঠভবনে পড়েছে শ্রুতর্ষি। ডিপিএস রুবি পার্ক সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায়। শ্রুতর্ষি ত্রিপাঠী জানিয়েছে, সাফল্য পেতে গেলে নিজের উপর ভরসা রাখতে হবে। সেটাই করেছে শ্রুতর্ষি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেধাতালিকায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী

আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: এ বছরের মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতা থেকে জেলার ছাত্রছাত্রীদের ফল ভালো হয়েছে। কলকাতার শুধু পাঠভবন স্কুল শ্রুতর্ষি ত্রিপাঠী চতুর্থ স্থান অধিকার করেছে।

মেধাতালিকায় কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

ভবিষ্যতে নাসায় রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। তাঁর বাবা ফিজিক্সের অধ্যাপক এবং শুরশুনা কলেজের অধ্যক্ষ। শ্রুতর্ষিরও পছন্দের বিষয় ফিজিক্স। শ্রুতর্ষি জানিয়েছেন, সে বই পড়তে ভালোবাসে। সেই তালিকায় যেমন রয়েছে গল্পের বই, তেমনই রয়েছে পড়াশোনার বই।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

তাঁর এই ফলাফলে খুশি পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের প্রধানশিক্ষিকা শুভা গুপ্ত জানিয়েছেন, আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রুতর্ষি। বরাবরই মেধাবী ছাত্র। ওর থেকে প্রত্যাশা ছিলই। আগে থেকেই ভেবেছিলাম ভালো ফল করবে। তাই হয়েছে। তার এই ফলাফলে খুব খুশি আমরা। পড়াশোনার পাশাপাশি খুব ভালো ক্যুইজ, ডিবেট করে শ্রুতর্ষি।

আরও পড়ুন: Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

ছোট থেকে পাঠভবনে পড়েছে শ্রুতর্ষি। ডিপিএস রুবি পার্ক সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায়। শ্রুতর্ষি ত্রিপাঠী জানিয়েছে, সাফল্য পেতে গেলে নিজের উপর ভরসা রাখতে হবে। সেটাই করেছে শ্রুতর্ষি।