৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, গরুর গাড়িতে চড়ে ‘বনভোজন’ করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 46

ছবি-তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে বনভোজনের সঙ্গে অতীতের হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনা। অন‍্যদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বনভোজনের আয়োজন করেন নলহাটি দুই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কিরা। বাপঠাকুর্দার আমলে গরুর গাড়িতে করে বিয়ে শাদি, বনভোজন বা মাঠের ফসল বোঝাই করে বাড়িতে আনা হত। হারিয়ে যাওয়া সেই স্মৃতিকে ফিরিয়ে আনা,  পাশাপাশি কেন্দ্র সরকারের উত্তরোত্তর ডিজেল ও পেট্রোলের মূল‍্যবৃদ্ধিতে সাধারণ থেকে মধ‍্যবিত্ত মানুষের কষ্টের প্রতিবাদে গরুর গাড়িকেই বাহন করে নলহাটি দুই যুব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, গরুর গাড়িতে চড়ে 'বনভোজন' করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

নলহাটি দুই ব্লকের যুব কংগ্রেস সভাপতি নুর হাবিব মোল্লা ও ভদ্রপুর দুই যুব তৃণমূল অঞ্চলের সদস‍্য আহমেদ মোল্লারা বলেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনব কায়দায়  কেন্দ্রের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে পিকনিকে মাত্র নলহাটি টু ব্লকের নগড়াগ্রামের যুব তৃণমূলের কর্মীরা স্থানীয় দুনবাস এলাকায় পিকনিকের আয়োজন করা হয়। শুধু তাই নয় আজকাল হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি চেপে বনোভজন করতে যাওয়ার আনন্দ। তাই আমরা অতীতকে টেনে নিয়ে এসেছি দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে এই অভিনব গরুর গাড়ি চেপে বনভোজনের আয়োজন করেছি।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

বছরের প্রথম দিনেই নলহাটির আকালিপুর মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত কালীপুরের কালীবাড়িতে পিকনিকের হিড়িকে বহুদূর থেকে অনেক এসেছিল এই কালী মন্দিরের সামনের মাঠে পিকনিক করতে। স্বস্তির কারণ, এবারে পিকনিকে ডিজে বক্সের দেখা মেলেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, গরুর গাড়িতে চড়ে ‘বনভোজন’ করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে বনভোজনের সঙ্গে অতীতের হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনা। অন‍্যদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বনভোজনের আয়োজন করেন নলহাটি দুই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কিরা। বাপঠাকুর্দার আমলে গরুর গাড়িতে করে বিয়ে শাদি, বনভোজন বা মাঠের ফসল বোঝাই করে বাড়িতে আনা হত। হারিয়ে যাওয়া সেই স্মৃতিকে ফিরিয়ে আনা,  পাশাপাশি কেন্দ্র সরকারের উত্তরোত্তর ডিজেল ও পেট্রোলের মূল‍্যবৃদ্ধিতে সাধারণ থেকে মধ‍্যবিত্ত মানুষের কষ্টের প্রতিবাদে গরুর গাড়িকেই বাহন করে নলহাটি দুই যুব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, গরুর গাড়িতে চড়ে 'বনভোজন' করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

নলহাটি দুই ব্লকের যুব কংগ্রেস সভাপতি নুর হাবিব মোল্লা ও ভদ্রপুর দুই যুব তৃণমূল অঞ্চলের সদস‍্য আহমেদ মোল্লারা বলেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনব কায়দায়  কেন্দ্রের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে পিকনিকে মাত্র নলহাটি টু ব্লকের নগড়াগ্রামের যুব তৃণমূলের কর্মীরা স্থানীয় দুনবাস এলাকায় পিকনিকের আয়োজন করা হয়। শুধু তাই নয় আজকাল হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি চেপে বনোভজন করতে যাওয়ার আনন্দ। তাই আমরা অতীতকে টেনে নিয়ে এসেছি দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে এই অভিনব গরুর গাড়ি চেপে বনভোজনের আয়োজন করেছি।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

বছরের প্রথম দিনেই নলহাটির আকালিপুর মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত কালীপুরের কালীবাড়িতে পিকনিকের হিড়িকে বহুদূর থেকে অনেক এসেছিল এই কালী মন্দিরের সামনের মাঠে পিকনিক করতে। স্বস্তির কারণ, এবারে পিকনিকে ডিজে বক্সের দেখা মেলেনি।