অক্সফোর্ডে মমতার সভায় বিশৃঙ্খলার চেষ্টা করেন এই বাঙালি চিকিৎসক
যৌন হেনস্থার অভিযোগ, ব্রিটেনে বামপন্থী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 209
পুবের কলম,ওয়েবডেস্ক: অক্সফোর্ডে (oxford) মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সভায় বিশৃঙ্খলার চেষ্টা। এবার লন্ডনে নার্সকে যৌন হেনস্থার অভিযোগে কারাবাস বামপন্থী চিকিৎসকের। ওই চিকিৎসককে ৬ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের আদালত। বলা বাহুল্য, আরজিকর ডাক্তারি পড়ুয়া ‘অভয়া’- ধর্ষণ ও খুন কাণ্ডের রেশ দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল।
আন্দোলনে নেমেছিলেন চিকিৎসক সমাজ। দেশে-বিদেশে সকল বাঙালিরা এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন না ওই ডাক্তার’ও। নারী সুরক্ষা নামে স্লোগান তুলতেও দেখা যায় তাকে। শুধু তাই নয়, সেসময় প্রতিবাদের নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অক্সফোর্ডের কেলগস কলেজে কুরুচিকর স্লোগান দিয়ে সভা ভণ্ডুলের চেষ্টা করেন বাঙালি চিকিৎসক অমল বসু। এবার নার্সকে যৌন হেনস্থার অভিযোগে ৬ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের আদালত। অপরাধ, সার্জারি চলাকালীন নার্সের স্তন খামচে ধরে সে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। আপাতত হাজতেই ঠাঁই খ্যাতনামা এই শল্য চিকিৎসকের।













































