১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 271

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে আবার উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড়।এবার গুলিবিদ্ধ হলো তৃনমুল নেতা।এলাকায় উওেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।বৃহস্পতিবার রাত দশ টা নাগাদ ভাঙড় বিধানসভার উওর কাশিপুর থানার ভাঙড় বিজয়গঞ্জ বাজারের খালপাড় এলাকায় মোটর বাইকে করে ভাঙড় থেকে চক মরিচা পূর্ব পাড়া এলাকার বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ হয় এক তৃনমূল নেতা।

ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা

দূস্কৃতীরা সওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃনমূল নেতা ৩৬ বছরের রাজ্জাক খাঁকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায় কিছু বোঝার আগেই।আর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই নেতার।সে চালতাবেড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ছিলেন।কে বা কারা এই খুন করলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।আর এই ঘটনায় এলাকায় উওেজনা সৃষ্টি হয়েছে।এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

তবে এদিন রাতে তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লা পুরো ঘটনার পেছনে আই এস এফ ঘনিষ্ঠ দূস্কৃতিদের দিকে আঙুল তুলেছেন।তিনি বলেন,আই এস এফ এলাকায় জমি হারিয়ে ফেলছে, তাই আমাদের কর্মীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে ও কুপিয়ে খুন করেছে।তবে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে আই এস এফ।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: JPC: বয়কট আম আদমি পার্টির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা

আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে আবার উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড়।এবার গুলিবিদ্ধ হলো তৃনমুল নেতা।এলাকায় উওেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।বৃহস্পতিবার রাত দশ টা নাগাদ ভাঙড় বিধানসভার উওর কাশিপুর থানার ভাঙড় বিজয়গঞ্জ বাজারের খালপাড় এলাকায় মোটর বাইকে করে ভাঙড় থেকে চক মরিচা পূর্ব পাড়া এলাকার বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ হয় এক তৃনমূল নেতা।

ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা

দূস্কৃতীরা সওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃনমূল নেতা ৩৬ বছরের রাজ্জাক খাঁকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায় কিছু বোঝার আগেই।আর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই নেতার।সে চালতাবেড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ছিলেন।কে বা কারা এই খুন করলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।আর এই ঘটনায় এলাকায় উওেজনা সৃষ্টি হয়েছে।এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

তবে এদিন রাতে তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লা পুরো ঘটনার পেছনে আই এস এফ ঘনিষ্ঠ দূস্কৃতিদের দিকে আঙুল তুলেছেন।তিনি বলেন,আই এস এফ এলাকায় জমি হারিয়ে ফেলছে, তাই আমাদের কর্মীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে ও কুপিয়ে খুন করেছে।তবে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে আই এস এফ।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: JPC: বয়কট আম আদমি পার্টির