৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking:হাসপাতালে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিফ অফ ডিফেন্স  স্টাফ বিপিন (CDS Bipin Rawat ) রাওয়াতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  তামিলনাড়ুর নীলগিরি জেলার ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।

চিফ অফ ডিফেন্স  স্টাফ-এর চিকিৎসায় রয়েছেন চিকিৎসকদের বিশেষ টিম । তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন।  দুর্ঘটনায় জখম ৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

যেকোনও মূহূর্তে  হাসপাতালে পৌঁছতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরত্বে রয়েছে এই ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতাল। সেখানেই চিকিৎসা চলছে   বিপিন রাওয়াতের।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

 

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ

 

 

এখনও পর্যন্ত ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজন। বুধবার ১২.৪০ নাগাদ এই দুর্ঘটনার কবলে পড়ে সেনা কপ্টার। মোট ১৪ জনকে নিয়ে রওনা দেয় সেনা কপ্টার MI-17। ২০ মিনিট ওড়ার পরেই। তামিলনাড়ুর কুন্নুর জঙ্গলে দুর্গম নীলগিরি পাহাড়ি এলাকা ভেঙ্গে পড়া সেনা চপার। চিফ অফ ডিফেন্স  স্টাফ বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। সেনার উচ্চ পদস্থ আধিকারিকরা।

 

ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর,  লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ,হাবিলদার সৎপাল। চপার ভেঙে পড়তেই আগুন ধরে যায় কপ্টারটিতে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।

 

(বিস্তারিত আসছে)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking:হাসপাতালে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিফ অফ ডিফেন্স  স্টাফ বিপিন (CDS Bipin Rawat ) রাওয়াতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  তামিলনাড়ুর নীলগিরি জেলার ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।

চিফ অফ ডিফেন্স  স্টাফ-এর চিকিৎসায় রয়েছেন চিকিৎসকদের বিশেষ টিম । তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন।  দুর্ঘটনায় জখম ৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

যেকোনও মূহূর্তে  হাসপাতালে পৌঁছতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরত্বে রয়েছে এই ওয়েলিংটন ক্যান্টনমেন্ট হাসপাতাল। সেখানেই চিকিৎসা চলছে   বিপিন রাওয়াতের।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

 

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ

 

 

এখনও পর্যন্ত ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজন। বুধবার ১২.৪০ নাগাদ এই দুর্ঘটনার কবলে পড়ে সেনা কপ্টার। মোট ১৪ জনকে নিয়ে রওনা দেয় সেনা কপ্টার MI-17। ২০ মিনিট ওড়ার পরেই। তামিলনাড়ুর কুন্নুর জঙ্গলে দুর্গম নীলগিরি পাহাড়ি এলাকা ভেঙ্গে পড়া সেনা চপার। চিফ অফ ডিফেন্স  স্টাফ বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। সেনার উচ্চ পদস্থ আধিকারিকরা।

 

ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর,  লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ,হাবিলদার সৎপাল। চপার ভেঙে পড়তেই আগুন ধরে যায় কপ্টারটিতে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।

 

(বিস্তারিত আসছে)