০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

মাসুদ আলি
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্ক : ঝলসে দেওয়া দ্যুতি। এক ঝলক দেখলেই আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন গাড়ির দিকে। গোটা গাড়ি হিরে খচিত।এ যেন রূপকথার গাড়ি। গাড়ির উপরে সামান্য আলো পড়লেই ঝলমলিয়ে উঠছে। এমন গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবেই।

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

যতই মনমুগ্ধকর হোক না কেন, ভুল করেও এই গাড়ি কিন্তু ছুঁয়েও দেখতে যাবেন না। তাহলেই গুনতে হবে জরিমানা। কম সম নয় এক লাখ টাকা নগদ দিতে হবে। এ গাড়ি যে সাধারণের নয়। তা বুঝতে অশ্ৰুধা হওয়ার কথা নয়। এমন গাড়ি ব্যবহার করার সামর্থ্য শুধু ধনকুবেরদেরই আছে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

গাড়িটি মার্সিডিজ বেঞ্জ। তবে গাড়ির আগাগোড়া হিরের মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত ৩ লাখ কেলাস বসানো আছে গাড়িতে। দু’সপ্তাহ ধরে মোট ১৩ জন বিশেষজ্ঞ গাড়িটি হিরে দিয়ে সাজান।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

মার্সিডিজ এসএল৬০০ মডেলের এই গাড়ির দাম ৪৮ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ১৮ লাখ টাকা। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০ তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল।

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

সউদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ এই গাড়ির মালিক। তিনি একজন ব্যবসায়ী।বিনিয়োগকারীও। কেবল সউদিতে ৩টি প্রাসাদ আছে তাঁর ।তবে তিনি বিদেশিরভাগ সময় কাটান মধ্য রিয়াদের প্রাসাদেই । জানা যায়, সেই প্রাসাদে অন্তত ৩১৭টি ঘর আছে।

বিশালাকার প্রাসাদটি তৈরিতে তার খরচ হয় ১৩ কোটি ডলার। বিভিন্ন দেশ ভ্রমণে যুবরাজ ব্যক্তিগত বিমানেই যাতায়াত করেন।আকাশপথে ভ্রমণের জন্য তার যেমন ব্যক্তিগত বিমান আছে ঠিক তেমনই জলপথের জন্যও আছে বিশাল প্রমোদতরীও।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ঝলসে দেওয়া দ্যুতি। এক ঝলক দেখলেই আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন গাড়ির দিকে। গোটা গাড়ি হিরে খচিত।এ যেন রূপকথার গাড়ি। গাড়ির উপরে সামান্য আলো পড়লেই ঝলমলিয়ে উঠছে। এমন গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবেই।

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

যতই মনমুগ্ধকর হোক না কেন, ভুল করেও এই গাড়ি কিন্তু ছুঁয়েও দেখতে যাবেন না। তাহলেই গুনতে হবে জরিমানা। কম সম নয় এক লাখ টাকা নগদ দিতে হবে। এ গাড়ি যে সাধারণের নয়। তা বুঝতে অশ্ৰুধা হওয়ার কথা নয়। এমন গাড়ি ব্যবহার করার সামর্থ্য শুধু ধনকুবেরদেরই আছে।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

গাড়িটি মার্সিডিজ বেঞ্জ। তবে গাড়ির আগাগোড়া হিরের মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত ৩ লাখ কেলাস বসানো আছে গাড়িতে। দু’সপ্তাহ ধরে মোট ১৩ জন বিশেষজ্ঞ গাড়িটি হিরে দিয়ে সাজান।

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

মার্সিডিজ এসএল৬০০ মডেলের এই গাড়ির দাম ৪৮ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ১৮ লাখ টাকা। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০ তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল।

আরও পড়ুন: ১১ বছর পর সউদিতে আসাদ

হিরেয় মোড়ানো গাড়ি, ছুঁয়ে দেখলেই জরিমানা লাখ টাকা !

সউদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ এই গাড়ির মালিক। তিনি একজন ব্যবসায়ী।বিনিয়োগকারীও। কেবল সউদিতে ৩টি প্রাসাদ আছে তাঁর ।তবে তিনি বিদেশিরভাগ সময় কাটান মধ্য রিয়াদের প্রাসাদেই । জানা যায়, সেই প্রাসাদে অন্তত ৩১৭টি ঘর আছে।

বিশালাকার প্রাসাদটি তৈরিতে তার খরচ হয় ১৩ কোটি ডলার। বিভিন্ন দেশ ভ্রমণে যুবরাজ ব্যক্তিগত বিমানেই যাতায়াত করেন।আকাশপথে ভ্রমণের জন্য তার যেমন ব্যক্তিগত বিমান আছে ঠিক তেমনই জলপথের জন্যও আছে বিশাল প্রমোদতরীও।