৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
The massive wildfire that broke out on April 30 in the Eshtaol Forest, located on the outskirts of Jerusalem, Israel, has spread rapidly, prompting the country to declare a national state of emergency. Firefighting teams are struggling to bring the blaze under control due to extreme heat and strong winds.

Israel wildfires: দাবানল থেকে বাঁচতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

ইমামা খাতুন
  • আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার
  • / 1426

পুবের কলম, ওয়েব ডেস্ক:  অনাহারে তিল তিল করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। তারপরেও মানবিক সহায়তা সে দেশে পৌঁছাতে দিচ্ছেনা রক্ত পিপাসু ইসরাইলি প্রধানমন্ত্রী। সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ভয়াবহ দাবানল Israel wildfires ছড়িয়ে পড়েছে ইসরাইল জুড়ে।

ইসরায়েলের জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে গত ৩০ এপ্রিল শুরু হওয়া ভয়াবহ দাবানল Israel wildfires দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে দেশটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রচণ্ড গরম ও শক্তিশালী বাতা সের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।

Israel wildfires দাবানলটি ইতিমধ্যে ২৫,০০০ ডুনাম (প্রায় ৬,১৭০ একর) এলাকা পুড়িয়ে দিয়েছে এবং ১০,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আশেপাশের এলাকাগুলিতে ব্যাপক ধোঁয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রায় ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস ইসরাইলের

ইসরায়েল ইতালি, ক্রোয়েশিয়া, গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়া সহ একাধিক দেশের কাছে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ইতোমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া থেকে ফায়ারফাইটিং বিমান এসে পৌঁছেছে।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

এই Israel wildfires দাবানলের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে “কর্মফল” বলে উল্লেখ করেছেন, আবার অনেকেই বন্যপ্রাণীর ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক নাগরিক লিখেছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না । তালিথা আরোন নামে একজন লিখেছেন, কর্মফল। ইসরাইল তার কর্মফল পাচ্ছে।  প্রীতি সেন নামে একজন লিখেছেন, দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের  অত্যাচার করেছে ওরা ।  মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না । ঠিক হয়েছে । তবে বন্য পশু গুলোর জন্য সমবেদনা জানিয়েছেন তিনি ।অন্যদিকে একদল ইসরাইলের জন্য শোক প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

[ আরও পড়ুন: ফের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল, এলাকাবাসীকে ঘর ছাড়ার নির্দেশ প্রশাসনের ]

এই ভয়াবহ Israel wildfires দাবানল ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এই ঘটনা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বন সংরক্ষণের গুরুত্বের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

The massive wildfire that broke out on April 30 in the Eshtaol Forest, located on the outskirts of Jerusalem, Israel, has spread rapidly, prompting the country to declare a national state of emergency. Firefighting teams are struggling to bring the blaze under control due to extreme heat and strong winds.

Israel wildfires: দাবানল থেকে বাঁচতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক:  অনাহারে তিল তিল করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। তারপরেও মানবিক সহায়তা সে দেশে পৌঁছাতে দিচ্ছেনা রক্ত পিপাসু ইসরাইলি প্রধানমন্ত্রী। সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে ভয়াবহ দাবানল Israel wildfires ছড়িয়ে পড়েছে ইসরাইল জুড়ে।

ইসরায়েলের জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে গত ৩০ এপ্রিল শুরু হওয়া ভয়াবহ দাবানল Israel wildfires দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে দেশটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রচণ্ড গরম ও শক্তিশালী বাতা সের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।

Israel wildfires দাবানলটি ইতিমধ্যে ২৫,০০০ ডুনাম (প্রায় ৬,১৭০ একর) এলাকা পুড়িয়ে দিয়েছে এবং ১০,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আশেপাশের এলাকাগুলিতে ব্যাপক ধোঁয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রায় ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস ইসরাইলের

ইসরায়েল ইতালি, ক্রোয়েশিয়া, গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়া সহ একাধিক দেশের কাছে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ইতোমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া থেকে ফায়ারফাইটিং বিমান এসে পৌঁছেছে।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

এই Israel wildfires দাবানলের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে “কর্মফল” বলে উল্লেখ করেছেন, আবার অনেকেই বন্যপ্রাণীর ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক নাগরিক লিখেছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না । তালিথা আরোন নামে একজন লিখেছেন, কর্মফল। ইসরাইল তার কর্মফল পাচ্ছে।  প্রীতি সেন নামে একজন লিখেছেন, দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের  অত্যাচার করেছে ওরা ।  মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না । ঠিক হয়েছে । তবে বন্য পশু গুলোর জন্য সমবেদনা জানিয়েছেন তিনি ।অন্যদিকে একদল ইসরাইলের জন্য শোক প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

[ আরও পড়ুন: ফের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল, এলাকাবাসীকে ঘর ছাড়ার নির্দেশ প্রশাসনের ]

এই ভয়াবহ Israel wildfires দাবানল ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এই ঘটনা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বন সংরক্ষণের গুরুত্বের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।