২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ফের বড়সড় বিমান দুর্ঘটনা, ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্ক: এবার বড়সড় বিমান দুর্ঘটনা রাশিয়ায়। ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান। বিমানটি দেশের পূর্বে অবস্থিত আমুর অঞ্চলে ভেঙে পড়েছে। সূত্রের খবর, মাঝ আকাশে রেডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। শেষ পর্যন্ত খোঁজ মিলল বিমানটির।
তবে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। বিমানে ৫০ জন যাত্রী এবং ছয় বিমানকর্মী সওয়ার ছিলেন বলে খবর। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
রুশ সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা সংস্থার। চিন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলের তিন্ডায় অবতরণের কথা ছিল বিমানটির। সেখানেই ভেঙে পড়ে।