০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“স্যর এত টাকা আমার বাড়িতে রাখা ছিল” মুখোমুখি জেরায় অর্পিতার প্রতিক্রিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
  • / 98

 

 

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

পুবের কলম ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় কে মুখোমুখি বসিয়ে লাগাতার জেরা করছেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর ইডির গোয়েন্দার টেলিভিশনে সংবাদে দেখানো উদ্ধার হওয়া বিপুল টাকার ছবির রেকর্ডিং ভিডিও সামনেই জেরা করছেন, কখনও সম্প্রসারিত লাইভও দেখানো হচ্ছে। এরপরই জানতে চাওয়া হচ্ছে কি উৎস এই টাকার।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

 

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি

ইডি সূত্রে জানা যাচ্ছে এই টাকার পাহাড়ের ছবি দেখেই উত্তেজিত হয়ে ওঠেন অর্পিতা। মুখোমুখি বসা পার্থর কাছে জানতে চান ” স্যর এত টাকা আমার বাড়িতে রাখা ছিল “। যদিও কোন জবাব না দিয়ে মাথা নিচু করে থাকেন পার্থ।

তবে ইডির গোয়েন্দাদের দাবি অর্পিতা যে সবটা সত্যি বলছেন এমনটা মনে করে নেওর কোন কারন নেই। পার্থর ওপর দায় চাপাতেও পারেন তিনি। নিজেকে নির্দোষ প্রমান করার জন্য। যদিও অর্পিতার বারংবার দাবি ওই টাকায় হাত দেওয়ার কোন অধিকার তাঁর ছিলনা। এমনকি প্রবেশাধিকার ছিলনা ঘরেও।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“স্যর এত টাকা আমার বাড়িতে রাখা ছিল” মুখোমুখি জেরায় অর্পিতার প্রতিক্রিয়া

আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার

 

 

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

পুবের কলম ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় কে মুখোমুখি বসিয়ে লাগাতার জেরা করছেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর ইডির গোয়েন্দার টেলিভিশনে সংবাদে দেখানো উদ্ধার হওয়া বিপুল টাকার ছবির রেকর্ডিং ভিডিও সামনেই জেরা করছেন, কখনও সম্প্রসারিত লাইভও দেখানো হচ্ছে। এরপরই জানতে চাওয়া হচ্ছে কি উৎস এই টাকার।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

 

আরও পড়ুন: ভুয়ো ভোটার কার্ড দেখিয়েই কি তৈরি হচ্ছে পাসপোর্ট, সিইও-র কাছে তথ্য চাইল ইডি

ইডি সূত্রে জানা যাচ্ছে এই টাকার পাহাড়ের ছবি দেখেই উত্তেজিত হয়ে ওঠেন অর্পিতা। মুখোমুখি বসা পার্থর কাছে জানতে চান ” স্যর এত টাকা আমার বাড়িতে রাখা ছিল “। যদিও কোন জবাব না দিয়ে মাথা নিচু করে থাকেন পার্থ।

তবে ইডির গোয়েন্দাদের দাবি অর্পিতা যে সবটা সত্যি বলছেন এমনটা মনে করে নেওর কোন কারন নেই। পার্থর ওপর দায় চাপাতেও পারেন তিনি। নিজেকে নির্দোষ প্রমান করার জন্য। যদিও অর্পিতার বারংবার দাবি ওই টাকায় হাত দেওয়ার কোন অধিকার তাঁর ছিলনা। এমনকি প্রবেশাধিকার ছিলনা ঘরেও।