০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাৎসি চিহ্ন স্বস্তিকা পরে ইউক্রেন সেনা!

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 82

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ নাৎসি চিহ্ন স্বস্তিকা পরিহিত ইউক্রেনীয় সেনার ভিডিয়ো শেয়ার করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কা। এর মাধ্যমে রাশিয়ার এতদিনের অভিযোগ অনেকাংশে প্রমাণিত হল। ইউক্রেনে হামলার অন্যতম প্রধান কারণ দেশটিকে নাৎসি মুক্ত করা, এতদিন রাশিয়া এটাই বলে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের ফুটেজে দেখা যায়, যুদ্ধ থেকে ঘরে ফিরে নিজের মেয়ের সঙ্গে দেখা করছেন ইউক্রেনের এক মহিলা সেনা।

 

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

মেয়ের জন্য খেলনা নিয়ে ফিরেছেন তিনি। দেখা যায়, মহিলা সৈন্যের পোশাকের কলারে রয়েছে স্বস্তিকা চিহ্ন। আরও নানারকম নাৎসি চিহ্ন রয়েছে তার ব্যাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়াফেন এসএস সেনা দল এই ধরনের চিহ্ন ব্যবহার করত। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র সেই ফুটেজটি শেয়ার করে লেখেন, ‘আমরা এ জন্যই যুদ্ধ করছি।’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনকে নাৎসিমুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে, কিয়েভ অবশ্য বরাবরই তাদের সমাজ ও সেনায় নাৎসি-যোগ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির লঙ্ঘনের কারণে ইউক্রেনের দোনবাস অঞ্চলকে সম্প্রতি স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত মিনস্ক চুক্তির আওতায় দোনবাসের লুহানস্ক ও দনেৎস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা ছিল ইউক্রেনের। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে কিয়েভ।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাৎসি চিহ্ন স্বস্তিকা পরে ইউক্রেন সেনা!

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ নাৎসি চিহ্ন স্বস্তিকা পরিহিত ইউক্রেনীয় সেনার ভিডিয়ো শেয়ার করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কা। এর মাধ্যমে রাশিয়ার এতদিনের অভিযোগ অনেকাংশে প্রমাণিত হল। ইউক্রেনে হামলার অন্যতম প্রধান কারণ দেশটিকে নাৎসি মুক্ত করা, এতদিন রাশিয়া এটাই বলে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের ফুটেজে দেখা যায়, যুদ্ধ থেকে ঘরে ফিরে নিজের মেয়ের সঙ্গে দেখা করছেন ইউক্রেনের এক মহিলা সেনা।

 

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

মেয়ের জন্য খেলনা নিয়ে ফিরেছেন তিনি। দেখা যায়, মহিলা সৈন্যের পোশাকের কলারে রয়েছে স্বস্তিকা চিহ্ন। আরও নানারকম নাৎসি চিহ্ন রয়েছে তার ব্যাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়াফেন এসএস সেনা দল এই ধরনের চিহ্ন ব্যবহার করত। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র সেই ফুটেজটি শেয়ার করে লেখেন, ‘আমরা এ জন্যই যুদ্ধ করছি।’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনকে নাৎসিমুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে, কিয়েভ অবশ্য বরাবরই তাদের সমাজ ও সেনায় নাৎসি-যোগ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির লঙ্ঘনের কারণে ইউক্রেনের দোনবাস অঞ্চলকে সম্প্রতি স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত মিনস্ক চুক্তির আওতায় দোনবাসের লুহানস্ক ও দনেৎস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা ছিল ইউক্রেনের। কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে কিয়েভ।