ইউক্রেন ভেঙে হবে কয়েকটি নতুন দেশ

- আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
- / 20
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ভবিষ্যত কী হবে তা জানালেন রাশিয়ার এক শীর্ষ আধিকারিক ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র নিকোলাই পাত্রুশেভ । তাঁর দাবি, ইউক্রেন বিভক্ত হয়ে কয়েকটি স্বাধীন দেশের জন্ম হবে। রাশিয়াকে দুর্বল করতে ইউক্রেনকে ব্যবহারের যে কৌশল আমেরিকা নিয়েছে তার ফলেই ইউক্রেন বিভক্ত হয়ে বেশ কয়েকটি নতুন দেশের আবির্ভাব হবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমেরিকা বহু বছর ধরেই ইউক্রেনের নাগরিকদের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা প্রচারের চেষ্টা করছে। আমেরিকা কিয়েভে তাদের পছন্দের লোকদের ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। তাঁরা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ইউক্রেনকে বেছে নিয়েছে কিন্তু তাঁরা যা করছে তা মূলত ইউক্রেনের জনগণকে বিভক্ত করার চেষ্টা। পশ্চিমের নীতি এবং কিয়েভের বর্তমান শাসকদের কর্মকাণ্ডের ফলে কয়েকটি রাজ্যে বিভক্ত হবে ইউক্রেন।’ বিশ্লেষকেরা বলছেন, পাত্রুশেভ মন্তব্য এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বর্তমান গতি ও প্রকৃতি ইঙ্গিত দেয় যে, রাশিয়া ইউক্রেনকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলতে চায়। এর আগে, গত সপ্তাহে শীর্ষ এক রাশিয়ান জেনারেল জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অংশ দখলে নিতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইউক্রেন দখল করার পর ইউরোপের অন্যান্য দেশেও ঢুকবে রুশ সেনাবাহিনী।