০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জিতনরাম মাঝির জিভ কাটলে পুরস্কার  ১১ লক্ষ টাকা, ঘোষণা  বিজেপি নেতার

মাসুদ আলি
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক :  জীবন মাঝির সঙ্গে বিজেপির খুবই দহরম-মহরম ছিল। একসময় বিহার দখলের জন্য জিতনকে ব্যবহার করেছিল বিজেপি।রাজনীতিতে রাত ফুরোলেই বহু কিছু বাসি হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। জিতনের জিভ কাটলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিজেপি নেতা গজেন্দ্র ঝা। আন্তর্জাতিক হিন্দু মহাসভার সদস্য গজেন্দ্র বিজেপির নির্বাহী কমিটিরও সদস্য। দলিত নেতা জিতনরাম বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে সবক শেখাতে গজেন্দ্র বলেছেন, ‘কোনও ব্রাহ্মন সন্তান যদি জিতনরামের জিভ কেটে আনতে পারে তাহলে পুরস্কার স্বরূপ ১১ লক্ষ টাকা দেওয়া হবে।

রবিবার জিতন বলেছিলেন, ব্রাহ্মনরা তাদের মত ‘মহাদলিত’ (মুশাহার) লোকেদের বাড়িতে আসেন কিন্তু খান না । খাবারে তাদের আপত্তি কিন্তু তাদের হাত থেকে টাকা নিতে তাদের বাধে না। তিনি আরও বলেন, হিন্দু ধর্ম সবচেয়ে নিকৃষ্ট ধর্ম বলেই বি.আর. আম্বেদকর তার ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই কথা শুনে বেজায় চটেছেন বিজেপি নেতা গজেন্দ্র।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

জিতন প্রতিষ্ঠিত হিন্দুস্তান আওয়ামী মোর্চার মুখপাত্র দানিশ রিজওয়ান বিজেপি নেতার এই হুমকির জবাব দিয়েছেন।তিনি বলেছেন, ‘কার ক্ষমতা আছে জিতনের জিভ কেটে দেখাক? বিজেপির উচিত এমন নেতাদের নিয়ন্ত্রণ করা। তাছাড়া মাঝিজি নিজেই তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।তার পরও এতো কথা উঠছে কেন ?

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

আরও পড়ুন: মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিতনরাম মাঝির জিভ কাটলে পুরস্কার  ১১ লক্ষ টাকা, ঘোষণা  বিজেপি নেতার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক :  জীবন মাঝির সঙ্গে বিজেপির খুবই দহরম-মহরম ছিল। একসময় বিহার দখলের জন্য জিতনকে ব্যবহার করেছিল বিজেপি।রাজনীতিতে রাত ফুরোলেই বহু কিছু বাসি হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। জিতনের জিভ কাটলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিজেপি নেতা গজেন্দ্র ঝা। আন্তর্জাতিক হিন্দু মহাসভার সদস্য গজেন্দ্র বিজেপির নির্বাহী কমিটিরও সদস্য। দলিত নেতা জিতনরাম বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে সবক শেখাতে গজেন্দ্র বলেছেন, ‘কোনও ব্রাহ্মন সন্তান যদি জিতনরামের জিভ কেটে আনতে পারে তাহলে পুরস্কার স্বরূপ ১১ লক্ষ টাকা দেওয়া হবে।

রবিবার জিতন বলেছিলেন, ব্রাহ্মনরা তাদের মত ‘মহাদলিত’ (মুশাহার) লোকেদের বাড়িতে আসেন কিন্তু খান না । খাবারে তাদের আপত্তি কিন্তু তাদের হাত থেকে টাকা নিতে তাদের বাধে না। তিনি আরও বলেন, হিন্দু ধর্ম সবচেয়ে নিকৃষ্ট ধর্ম বলেই বি.আর. আম্বেদকর তার ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই কথা শুনে বেজায় চটেছেন বিজেপি নেতা গজেন্দ্র।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

জিতন প্রতিষ্ঠিত হিন্দুস্তান আওয়ামী মোর্চার মুখপাত্র দানিশ রিজওয়ান বিজেপি নেতার এই হুমকির জবাব দিয়েছেন।তিনি বলেছেন, ‘কার ক্ষমতা আছে জিতনের জিভ কেটে দেখাক? বিজেপির উচিত এমন নেতাদের নিয়ন্ত্রণ করা। তাছাড়া মাঝিজি নিজেই তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।তার পরও এতো কথা উঠছে কেন ?

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

আরও পড়ুন: মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব বিজেপি নেতার! ভাইরাল ভিডিও