০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জমি চোর’ অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ  বেলাগাম দিলীপের,পাল্টা দিল তৃণমূল     

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 107

 

 

আরও পড়ুন: পরপর দুই সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ, দলের সঙ্গে কি সত্যিই দূরত্ব তৈরি হচ্ছে?

 

আরও পড়ুন: রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তানের দেহ উদ্ধার, চাঞ্চল্য

পুবের কলম প্রতিবেদক:দেশের টাকায় বিদেশ ঘুরেছেন, স্ফুর্তি করেছেন, দেশের সম্পত্তি লুঠ করে ভোগ করেছেন।নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেন কে উদ্দেশ্য করে ফের বেলাগাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন: digha jagannath dham:বিজেপিকে অস্বস্তিতে ফেলে জগন্নাথধামে সস্ত্রীক দিলীপ ঘোষ! স্বাগত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

এখানেই অবশ্য থেমে যাননি বিজেপির এই শীর্ষ নেতা। তার আরও সংযোজন অমর্ত্য সেন জমি চোর। গায়ের জোরে বিশ্বভারতীর জমি আটকে রেখেছেন। উল্টে আবার বিশ্বভারতীকেই লাল চোখ  দেখাচ্ছেন।

 

 

কুকথায় পঞ্চমুখ দিলীপের এই হেন বক্তব্য ঝড় তুলেছে রাজ্যরাজনীতিতে। শুধু রাজনীতিকরাই নন দিলীপ ঘোষের কথায় চরম বিস্ময় প্রকাশ করছেন শিক্ষাবিদদের একাংশ। অনেকেই প্রশ্ন তুলছেন অর্মত্য সেনের কি অবদান এই দেশে সেটা ভালোকরে জেনে বুঝে দিলীপ বাবু  এই মন্তব্য করছেন তো। অমর্ত্য সেন একজন নোবেলজয়ী শুধু তাই নন, তিনি একজন বিদগ্ধ অর্থনীতিবিদ। বিশ্বের বহু বিশ্বাবিদ্যালয়ে তিনি অধ্যাপনার কাজ করেছেন।বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বহু খ্যাতনামা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র।

 

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন দেশের জন্য অমর্ত্য সেনের অবদান বিজেপি বুঝবে না। বিজেপি মানেই দেশ বিরোধী। তাঁর দাবি এমনিতেই তো বিশ্বভারতীকে বিজেপির কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছে। শান্তনু বাবুর আরও সং যোজন, দিলীপ সহ বিজেপির রুচি অত্যন্ত নিম্নমানের।

 

জমি দখল বিতর্কে অমর্ত্য সেনের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।তাতেও কটাক্ষ করে দিলীপের  মন্তব্য “ চোরে চোরে মাসতুত ভাই” এই মন্তব্যের পাল্টা শান্তনু সেন বলেন আসলে বঙ্গ বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়া দিলীপ ঘোষ চেষ্টা করছেন এইভাবে টিকে থাকার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘জমি চোর’ অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ  বেলাগাম দিলীপের,পাল্টা দিল তৃণমূল     

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: পরপর দুই সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ, দলের সঙ্গে কি সত্যিই দূরত্ব তৈরি হচ্ছে?

 

আরও পড়ুন: রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তানের দেহ উদ্ধার, চাঞ্চল্য

পুবের কলম প্রতিবেদক:দেশের টাকায় বিদেশ ঘুরেছেন, স্ফুর্তি করেছেন, দেশের সম্পত্তি লুঠ করে ভোগ করেছেন।নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেন কে উদ্দেশ্য করে ফের বেলাগাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন: digha jagannath dham:বিজেপিকে অস্বস্তিতে ফেলে জগন্নাথধামে সস্ত্রীক দিলীপ ঘোষ! স্বাগত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

এখানেই অবশ্য থেমে যাননি বিজেপির এই শীর্ষ নেতা। তার আরও সংযোজন অমর্ত্য সেন জমি চোর। গায়ের জোরে বিশ্বভারতীর জমি আটকে রেখেছেন। উল্টে আবার বিশ্বভারতীকেই লাল চোখ  দেখাচ্ছেন।

 

 

কুকথায় পঞ্চমুখ দিলীপের এই হেন বক্তব্য ঝড় তুলেছে রাজ্যরাজনীতিতে। শুধু রাজনীতিকরাই নন দিলীপ ঘোষের কথায় চরম বিস্ময় প্রকাশ করছেন শিক্ষাবিদদের একাংশ। অনেকেই প্রশ্ন তুলছেন অর্মত্য সেনের কি অবদান এই দেশে সেটা ভালোকরে জেনে বুঝে দিলীপ বাবু  এই মন্তব্য করছেন তো। অমর্ত্য সেন একজন নোবেলজয়ী শুধু তাই নন, তিনি একজন বিদগ্ধ অর্থনীতিবিদ। বিশ্বের বহু বিশ্বাবিদ্যালয়ে তিনি অধ্যাপনার কাজ করেছেন।বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বহু খ্যাতনামা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র।

 

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন দেশের জন্য অমর্ত্য সেনের অবদান বিজেপি বুঝবে না। বিজেপি মানেই দেশ বিরোধী। তাঁর দাবি এমনিতেই তো বিশ্বভারতীকে বিজেপির কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছে। শান্তনু বাবুর আরও সং যোজন, দিলীপ সহ বিজেপির রুচি অত্যন্ত নিম্নমানের।

 

জমি দখল বিতর্কে অমর্ত্য সেনের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।তাতেও কটাক্ষ করে দিলীপের  মন্তব্য “ চোরে চোরে মাসতুত ভাই” এই মন্তব্যের পাল্টা শান্তনু সেন বলেন আসলে বঙ্গ বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়া দিলীপ ঘোষ চেষ্টা করছেন এইভাবে টিকে থাকার।