০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জানেন কি চড় মারার চাকরি, আকর্ষণীয় বেতন, কি ভাবে পাবেন? জানুন বিস্তারিত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ চড় মারার চাকরি,ঘন্টায় আট ডলার মানে সাড়ে পাঁচশো টাকা বেতন ভারতীয় মুদ্রায়। না একদম বেঠিক নয়,সঠিকই পড়ছেন। কাজটাও খুব আকর্ষণীয়, বস সোশ্যাল মিডিয়ায় মনোনিবেশ করলেই তাকে মারতে হবে একটা করে চড়।

ব্যাপার একটু তাহলে খোলসা করেই বলা যাক। পরিধান যোগ্য ডিভাইস ব্র্যান্ড পাভলোকের প্রতিষ্ঠিতা প্রবাসী ভারতীয় মনীশ শেঠি। প্রচন্ড ব্যস্ত এক শিল্পপতি। কিন্তু ল্যাপটপ খুলে ডেটা কানেকশন অন করলেই চোখ চলে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় নোটিফিকেশন স্ক্রলিং করা। নষ্ট হয়ে যায় অনেক সময়। কাজ থেকে মন যায় হারিয়ে।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

অনেক ভাবনা চিন্তা মনীশ একটি বিজ্ঞাপন দেন। সেখানে বলেন তিনি চড় মারার জন্য কর্মী নিয়োগ করবেন। তাঁকে সোশ্যাল মিডিয়ায় আত্মমগ্ন হতে দেখলেই চড় মারবে ওই কর্মী।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

মনীশের এই ভিডিও আপাতত ভাইরাল। কর্ম সংস্কৃতি ফেরানোর জন্য একজন উদ্যোপতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানেন কি চড় মারার চাকরি, আকর্ষণীয় বেতন, কি ভাবে পাবেন? জানুন বিস্তারিত

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চড় মারার চাকরি,ঘন্টায় আট ডলার মানে সাড়ে পাঁচশো টাকা বেতন ভারতীয় মুদ্রায়। না একদম বেঠিক নয়,সঠিকই পড়ছেন। কাজটাও খুব আকর্ষণীয়, বস সোশ্যাল মিডিয়ায় মনোনিবেশ করলেই তাকে মারতে হবে একটা করে চড়।

ব্যাপার একটু তাহলে খোলসা করেই বলা যাক। পরিধান যোগ্য ডিভাইস ব্র্যান্ড পাভলোকের প্রতিষ্ঠিতা প্রবাসী ভারতীয় মনীশ শেঠি। প্রচন্ড ব্যস্ত এক শিল্পপতি। কিন্তু ল্যাপটপ খুলে ডেটা কানেকশন অন করলেই চোখ চলে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় নোটিফিকেশন স্ক্রলিং করা। নষ্ট হয়ে যায় অনেক সময়। কাজ থেকে মন যায় হারিয়ে।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

অনেক ভাবনা চিন্তা মনীশ একটি বিজ্ঞাপন দেন। সেখানে বলেন তিনি চড় মারার জন্য কর্মী নিয়োগ করবেন। তাঁকে সোশ্যাল মিডিয়ায় আত্মমগ্ন হতে দেখলেই চড় মারবে ওই কর্মী।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

মনীশের এই ভিডিও আপাতত ভাইরাল। কর্ম সংস্কৃতি ফেরানোর জন্য একজন উদ্যোপতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে