০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                নৈশ কার্ফু উপেক্ষা করে শহরে ট্রাফিক কনস্টেবলকে পিষে দিল বেপরোয়া ট্রাক
                              							অর্পিতা লাহিড়ী							
								
                                
                                - আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
 - / 64
 
পুবের কলম ওয়েবডেস্কঃ নৈশ কার্ফু উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে কলকাতায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল কে পিষে দিল বেপরোয়া ট্রাক। উত্তরকলকাতার জোঁড়াসাকোতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
করোনা সংক্রমণ ঠেকাতে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলছে নাইট কার্ফু। তার মধ্যে শহরে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
ওই ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। উত্তর কলকাতার জোড়াসাঁকোর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই ট্রাকটিকে দাঁড়াতে বলেছিলেন ট্র্যাফিক কনস্টেবল। কিন্তু তা না করে সরাসরি পুলিশের উপর দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। পরে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক।( ছবি প্রতীকী)
																			
																		

















































