০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Russia – urkeine Tensions: প্রাণ বাঁচাতে কিয়েভের মেট্রে স্টেশনে মা, সেখানেই জন্ম নিল ফুটফুটে এক মেয়ে,ভাইরাল ছবি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 20

 

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন জুড়ে এখন শুধুই মৃত্যুর গন্ধ আর ধ্বংসের ছবি। তারমাঝেই জন্মনিল নতুন প্রাণ। কিয়েভের এক মেট্রো স্টেশনে শুক্রবার রাতে ফুটফুটে মেয়ের জন্ম দিলেন এক মহিলা। ইতিমধ্যেই ওই নবজাতিকার ছবি ভাইরাল। তা ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

Russia - urkeine Tensions: প্রাণ বাঁচাতে কিয়েভের মেট্রে স্টেশনে মা, সেখানেই জন্ম নিল ফুটফুটে এক মেয়ে,ভাইরাল ছবি

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

রুশ সেনা কিয়েভে ঢুকে পড়ার পর শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর মেট্রো স্টেশনে আশ্রয় নিতে শুরু করেন সেখানকার অনেক বাসিন্দা।স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রোর রেকগুলো আশ্রয়প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্ল্যাটফরমেও অনেকে আশ্রয় নেন।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

হামলা এড়াতে কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়ে সেখানেই সন্তান প্রসব করেন এক ইউক্রেনীয় তরুণী। কন্যাশিশুটির ছবি টেলিগ্রাম আ্যপ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধ্বংসের মাঝেও সৃষ্টির বার্তা নিয়ে আসা ওই সদ্যোজাতর সুস্থ জীবনের প্রার্থনা করেছেন সকলেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Russia – urkeine Tensions: প্রাণ বাঁচাতে কিয়েভের মেট্রে স্টেশনে মা, সেখানেই জন্ম নিল ফুটফুটে এক মেয়ে,ভাইরাল ছবি

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন জুড়ে এখন শুধুই মৃত্যুর গন্ধ আর ধ্বংসের ছবি। তারমাঝেই জন্মনিল নতুন প্রাণ। কিয়েভের এক মেট্রো স্টেশনে শুক্রবার রাতে ফুটফুটে মেয়ের জন্ম দিলেন এক মহিলা। ইতিমধ্যেই ওই নবজাতিকার ছবি ভাইরাল। তা ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

Russia - urkeine Tensions: প্রাণ বাঁচাতে কিয়েভের মেট্রে স্টেশনে মা, সেখানেই জন্ম নিল ফুটফুটে এক মেয়ে,ভাইরাল ছবি

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

রুশ সেনা কিয়েভে ঢুকে পড়ার পর শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর মেট্রো স্টেশনে আশ্রয় নিতে শুরু করেন সেখানকার অনেক বাসিন্দা।স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রোর রেকগুলো আশ্রয়প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্ল্যাটফরমেও অনেকে আশ্রয় নেন।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

হামলা এড়াতে কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়ে সেখানেই সন্তান প্রসব করেন এক ইউক্রেনীয় তরুণী। কন্যাশিশুটির ছবি টেলিগ্রাম আ্যপ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধ্বংসের মাঝেও সৃষ্টির বার্তা নিয়ে আসা ওই সদ্যোজাতর সুস্থ জীবনের প্রার্থনা করেছেন সকলেই।