১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিন্দনীয় কাণ্ড পুরুলিয়ার বিজেপি নেতার, নিচে জাতীয় পতাকা রেখে উপরে তুলল দলীয় পতাকা

পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে জঙ্গলমহলের দুই জেলায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। পুরুলিয়া বিজেপি নেতার বাড়িতে তেরঙ্গার উপরে উড়ল দলীয় পতাকা। আবার বাঁকুড়ার সংশোধনাগারে উলটো পতাকা তুললেন জেলাশাসক রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার পাড়া ব্লক অন্তর্গত আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। দেখা যায়, তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার উপরে উড়ছে বিজেপির দলীয় পতাকা। সাংবাদিকরা তাঁর বাড়ি পৌঁছলে তড়িঘড়ি দলীয় পতাকা নামিয়ে দেন খগেন। ইতিমধ্যে এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্যর অভিযোগ, “বিজেপি দল ও তাঁর নেতা জাতীয় পতাকার অবমাননা করেছে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

 

আরও পড়ুন: যুবভারতীকাণ্ড: পদত্যাগ করতে চান রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রস্তাব অরুপের

মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে উড়ছে জাতীয় পতাকা। আমরা প্রশাসনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।” এই কাণ্ডের পর সাফাই দিয়েছেন খগেন বাউরি। তাঁর কথায়, “হর ঘর তেরঙ্গা অভিযানে নিয়ম মেনে দলীয় পতাকার উপরে জাতীয় পতাকা লাগিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নিচে পড়ে যায়। বাবার বয়স হয়েছে। তিনি ভুলবশত এই কাজটি করেছেন।”

 

অন্যদিকে, বাঁকুড়ার সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটান জেলাশাসক রাধিকা আইয়ার। উলটো পতাকা উত্তোলন করে তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও অজানা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিন্দনীয় কাণ্ড পুরুলিয়ার বিজেপি নেতার, নিচে জাতীয় পতাকা রেখে উপরে তুলল দলীয় পতাকা

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে জঙ্গলমহলের দুই জেলায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। পুরুলিয়া বিজেপি নেতার বাড়িতে তেরঙ্গার উপরে উড়ল দলীয় পতাকা। আবার বাঁকুড়ার সংশোধনাগারে উলটো পতাকা তুললেন জেলাশাসক রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার পাড়া ব্লক অন্তর্গত আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। দেখা যায়, তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার উপরে উড়ছে বিজেপির দলীয় পতাকা। সাংবাদিকরা তাঁর বাড়ি পৌঁছলে তড়িঘড়ি দলীয় পতাকা নামিয়ে দেন খগেন। ইতিমধ্যে এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্যর অভিযোগ, “বিজেপি দল ও তাঁর নেতা জাতীয় পতাকার অবমাননা করেছে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

 

আরও পড়ুন: যুবভারতীকাণ্ড: পদত্যাগ করতে চান রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রস্তাব অরুপের

মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে উড়ছে জাতীয় পতাকা। আমরা প্রশাসনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।” এই কাণ্ডের পর সাফাই দিয়েছেন খগেন বাউরি। তাঁর কথায়, “হর ঘর তেরঙ্গা অভিযানে নিয়ম মেনে দলীয় পতাকার উপরে জাতীয় পতাকা লাগিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নিচে পড়ে যায়। বাবার বয়স হয়েছে। তিনি ভুলবশত এই কাজটি করেছেন।”

 

অন্যদিকে, বাঁকুড়ার সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটান জেলাশাসক রাধিকা আইয়ার। উলটো পতাকা উত্তোলন করে তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও অজানা।