স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বজ্র আঁটুনি কলকাতায়, বিশেষ ব্যবস্থা রেড রোডে

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 115
পুবের কলম প্রতিবেদক : অনান্য বছরের ন্যায় এবারও রেড রোডে অনুষ্ঠিত হতে চলছে ৭৯তম স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ অনান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই উপলক্ষ্যে কলকাতাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে।
সকাল থেকেই সেখানে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক পদস্থ অফিসার। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন আইপিএস ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। রেড রোড-সহ সংলগ্ন এলাকায় থাকবে পুলিশ বুথ। ১৪ তারিখ রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। বাড়তি নজরদারি থাকবে মেট্রো স্টেশনগুলিতেও।
রেড রোড-সহ সংলগ্ন এলাকায় থাকবে ৯টি পিসিআর ভ্যান রাখা হবে। ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি রাখা হচ্ছে। মহড়া দেখতে আসা ব্যক্তিরদের জন্য ডাফরিন রোড বাস্কেট বল গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বৈসরণে পর্যটকদের খুন করে জঙ্গিরা। সেই ঘটনার কয়েকদিন পর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এরপর জঙ্গিদের হয়ে পক্ষ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় পাকিস্তান। ভারত-পাকিস্তান সেই সংঘাতের পর এবার প্রথম ১৫ অগস্ট। ফলত, নিরাপত্তা আরও আটোসাঁটো করতে জোর দিচ্ছে পুলিশ।