০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদের  মতিঝিল থেকে  লক্ষাধিক  টাকা সহ নাবালিকা উদ্ধার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 31

 

 

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ি থেকে রাগারাগি করে পালিয়ে এসেছিল এক নাবালিকা। এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ মতিঝিল থেকে ১৩ বছরের নাবালিকাকে উদ্ধার করল মুর্শিদাবাদ থানার পুলিশ।

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

শুক্রবার সন্ধ্যা নাগাদ মতিঝিলের আশেপাশে একটি ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল সে, সে সময় স্থানীয় এক হোটেল ব্যবসায়ী দেখতে পান সেই নাবালিকাকে। সন্দেহভাজন মনে হওয়ায় তাকে সেখানে ডেকে তার ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয় হোটেল মালিকের, ৫০০ টাকার নোটের বান্ডিল বের হয় ব্যাগ থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়, মুর্শিদাবাদ থানার মহিলা পুলিশ কর্মী সেখানে গিয়ে উদ্ধার করে ওই নাবালিকাকে, নিয়ে আসে মুর্শিদাবাদ থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার বাড়ি সাগরদিঘী থানার শেখদিঘী এলাকায়।

আরও পড়ুন: মুর্শিদাবাদে সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ-হাতাহাতি

তার বাড়ির লোককে খবর দিলে মুর্শিদাবাদ থানায় তার বাবা এবং তার বড় বোন আসে এবং তাদের হাতেই  ১ লক্ষ কুড়ি হাজার টাকার ব্যাগ সহ ওই নাবালিকাকে তুলে দেন মুর্শিদাবাদ থানার পুলিশ।

ওই নাবালিকার বাবা পেশায় একজন সাইকেল গ্যারেজ মিস্ত্রি। তিনি জানান, “ওর মা, বড় বোনের বিয়ের জন্য ওই টাকা জমিয়ে রেখেছিল। বডবোনের সঙ্গে  ঝগড়া করে সে টাকা নিয়ে সকাল থেকে উধাও ছোট মেয়ে। ইতিমধ্যে সেই এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্যাগ সহ ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদের  মতিঝিল থেকে  লক্ষাধিক  টাকা সহ নাবালিকা উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ি থেকে রাগারাগি করে পালিয়ে এসেছিল এক নাবালিকা। এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ মতিঝিল থেকে ১৩ বছরের নাবালিকাকে উদ্ধার করল মুর্শিদাবাদ থানার পুলিশ।

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

শুক্রবার সন্ধ্যা নাগাদ মতিঝিলের আশেপাশে একটি ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল সে, সে সময় স্থানীয় এক হোটেল ব্যবসায়ী দেখতে পান সেই নাবালিকাকে। সন্দেহভাজন মনে হওয়ায় তাকে সেখানে ডেকে তার ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয় হোটেল মালিকের, ৫০০ টাকার নোটের বান্ডিল বের হয় ব্যাগ থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়, মুর্শিদাবাদ থানার মহিলা পুলিশ কর্মী সেখানে গিয়ে উদ্ধার করে ওই নাবালিকাকে, নিয়ে আসে মুর্শিদাবাদ থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার বাড়ি সাগরদিঘী থানার শেখদিঘী এলাকায়।

আরও পড়ুন: মুর্শিদাবাদে সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ-হাতাহাতি

তার বাড়ির লোককে খবর দিলে মুর্শিদাবাদ থানায় তার বাবা এবং তার বড় বোন আসে এবং তাদের হাতেই  ১ লক্ষ কুড়ি হাজার টাকার ব্যাগ সহ ওই নাবালিকাকে তুলে দেন মুর্শিদাবাদ থানার পুলিশ।

ওই নাবালিকার বাবা পেশায় একজন সাইকেল গ্যারেজ মিস্ত্রি। তিনি জানান, “ওর মা, বড় বোনের বিয়ের জন্য ওই টাকা জমিয়ে রেখেছিল। বডবোনের সঙ্গে  ঝগড়া করে সে টাকা নিয়ে সকাল থেকে উধাও ছোট মেয়ে। ইতিমধ্যে সেই এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্যাগ সহ ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ।