০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                নজরে লোকসভা কার্যকরী কমিটির বৈঠক ডাকল কংগ্রেস
                              							কিবরিয়া আনসারি							
								
                                
                                - আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার
 - / 38
 
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: সদ্য ৫ রাজ্যে শেষ হওয়া বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সান্ত্বনা দিয়েছে শুধু তেলেঙ্গানা। সামনেই রয়েছে লোকসভার মতো দেশের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী কে হবেন, সেটা নির্ণয় করে এই ভোট। হাতে সময় খুব কম। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে ২১ ডিসেম্বর কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক হতে চলেছে। দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই বৈঠক হতে চলেছে। সবথেকে বড় কথা মঙ্গলবারই রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। তার ঠিক দু’দিন পর এই বৈঠক ডেকেছে কংগ্রেস।
																			
																		















































