০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রঁ প্রি-র আগে সউদির এফ ওয়ান ট্র্যাকের কাছে রকেট হামলা

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
  • / 50

REPRESENTATIVE IMAGE

 পুবের কলম প্রতিবেদক: ফর্মুলা ওয়ান সিজনের দ্বিতীয় রেস হওয়ার কথা সউদি আরবের জেদ্দায়। সেই রেসের আগেই ইয়েমেনের হুদি জঙ্গি গোষ্ঠী হামলা চালাল সউদি আরবের আরামকো তেলের ডিপোতে। এই আবহে সাময়িকভাবে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ে সংশয় দেখা দেয়। পাশাপাশি ফর্মুলা ওয়ান রেস নিয়েও সংশয় শুরু হয়।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

হামলার দায় হুথি গোষ্ঠী স্বীকার করলেও প্রাথমিকভাবে তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা নিয়ে মুখ খোলেনি আরামকো কর্তৃপক্ষ বা সউদি সরকার। উল্লেখ্য, কয়েকদিন আগেও সউদির এই তেলের ডিপোতেই হামলা চালিয়েছিল হুথিরা উত্তর জেদ্দায় অবস্থিত এই ‘বাল্ক প্ল্যান্ট’টি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

এ দিকে এই হামলার পর এফ ১ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘এই মুহূর্তে আমরা পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে অবগত হতে চাই। আমরা আরও তথ্যের অপেক্ষায় রয়েছি।’ উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার সউদি আরবে এফ-১ রেসের আসর বসার কথা রবিবার। তার আগে আজ রেসের কোয়ালিফাইং হওয়ার কথা।

 

এ দিকে হুথিদের সঙ্গে সউদির ঝামেলা বহুদিনের। ২০১৪ সালে ইরানের মদদপুষ্ট হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই সউদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিগত আট বছর ধরে এই সংঘর্ষে বহু মানুষ মারা গিয়েছে, ক্ষতি হয়েছে বহু সম্পত্তির। তবে এই চলমান সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রঁ প্রি-র আগে সউদির এফ ওয়ান ট্র্যাকের কাছে রকেট হামলা

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার

 পুবের কলম প্রতিবেদক: ফর্মুলা ওয়ান সিজনের দ্বিতীয় রেস হওয়ার কথা সউদি আরবের জেদ্দায়। সেই রেসের আগেই ইয়েমেনের হুদি জঙ্গি গোষ্ঠী হামলা চালাল সউদি আরবের আরামকো তেলের ডিপোতে। এই আবহে সাময়িকভাবে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ে সংশয় দেখা দেয়। পাশাপাশি ফর্মুলা ওয়ান রেস নিয়েও সংশয় শুরু হয়।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

হামলার দায় হুথি গোষ্ঠী স্বীকার করলেও প্রাথমিকভাবে তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা নিয়ে মুখ খোলেনি আরামকো কর্তৃপক্ষ বা সউদি সরকার। উল্লেখ্য, কয়েকদিন আগেও সউদির এই তেলের ডিপোতেই হামলা চালিয়েছিল হুথিরা উত্তর জেদ্দায় অবস্থিত এই ‘বাল্ক প্ল্যান্ট’টি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

এ দিকে এই হামলার পর এফ ১ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘এই মুহূর্তে আমরা পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে অবগত হতে চাই। আমরা আরও তথ্যের অপেক্ষায় রয়েছি।’ উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার সউদি আরবে এফ-১ রেসের আসর বসার কথা রবিবার। তার আগে আজ রেসের কোয়ালিফাইং হওয়ার কথা।

 

এ দিকে হুথিদের সঙ্গে সউদির ঝামেলা বহুদিনের। ২০১৪ সালে ইরানের মদদপুষ্ট হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই সউদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিগত আট বছর ধরে এই সংঘর্ষে বহু মানুষ মারা গিয়েছে, ক্ষতি হয়েছে বহু সম্পত্তির। তবে এই চলমান সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই।