ফাইনালে পাওনা ব্রাত্য শেফালির ব্যাটিং
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 47
পূবের কলম প্রতিবেদক: পুরো দেড় বছর তিনি রানের মধ্যে ছিলেন না। ফলত ভারতীয় মহিলা ক্রিকেট দল তাকে দূরে সরিয়ে রেখেছিল। ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপে তার জায়গা হয়নি। বিশ্বকাপ ফাইনালেও তার খেলার কথা ছিল না। কিন্তু প্রতিকা রাওয়াল চোট পেয়ে বাইরে চলে যাওয়ায় তার বদলি হিসেবে ভারতীয় মহিলা দলের টিম ম্যানেজমেন্ট এর কাছে প্রথম যে নামটা আসে, তা শেফালী বর্মা। মাত্র দুটো ম্যাচ বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন তিনি। সেমিফাইনালে রান পাননি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ঝলসে উঠলো তার ব্যাট। স্মৃতি মানার সঙ্গে প্রথম উইকেটে জুটি বেঁধে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করলেন। ভারতীয় মহিলা ক্রিকেটের বহু যুদ্ধের সাক্ষী স্মৃতি ৪৫ রানে ফিরলেও শেফালী ভারতকে টানতে থাকেন। তার ৮৭ রানের ইনিংসে ভর করেই ৩০০ পার করার স্বপ্ন দেখা শুরু করে ভারত। ভারতীয় দলের ব্যাটিং ভিত গড়ে দিলেন তিনি। সেমিফাইনাল এর নায়িকা জেমাইমা মাত্র ২৪ রান করতে সমর্থ হলেন। একটা সময় থমকে যাওয়া ভারতের রান টেনে তুললেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। দীপ্তির দায়িত্বশীল অর্ধশতরান ও রিচার ছোট ৩৪ রানে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তিনশোর কাছাকাছি রান করলো ভারত। কিন্তু ২৯৮ রান দক্ষিণ আফ্রিকার মত টিমের বিরুদ্ধে যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ সেটা বুঝতে বাকি ছিল না কারওর। ২৯৯ রান তাড়া করতেকরতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও দুর্দান্ত ব্যাটিং করলেন।

























