০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল  কারুর কাছে মেরুদণ্ড বিক্রি করবে না, ফের বিজেপির বিরুদ্ধে ম্যারাথন আক্রমণ অভিষেকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূল মেরুদণ্ড শক্ত করে লড়াই করছে। আমরা মেরুদণ্ড বিক্রি করব না। বাংলা দিল্লির কাছে হাত পাতবে না। তৃণমূলে ২ নম্বর, ৩ নম্বর কিছু নেই। একমাত্র নেত্রী মমতা। নেতাজি ইন্ডোর থেকে ফের বিজেপির বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের।

তৃণমূল  কারুর কাছে মেরুদণ্ড বিক্রি করবে না, ফের বিজেপির বিরুদ্ধে ম্যারাথন আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

অমিত শাহের বিরুদ্ধে লাগাতার কটাক্ষ করে অভিষেক বলেন, উনি দোষীদের আশ্রয় নিয়েছেন। ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। ওঁনার উচিত তার ছেলে ত্যাজ্যপুত্র করা।  অভিষেক, অমিত শাহের নাম করে বলেন, আপনি বলেন তৃণমূল গরিবের দল। আপনারা বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা গর্ব বোধ করি। এই বস্তির কাছেই আপনাদের মাথা নত করে হার স্বীকার করতে হয়েছিল। পুজোর অনুদান প্রসঙ্গে অভিষেকের দাবি, ১০০ বার অনুদান দেওয়া হবে। তিনি বলেন, পুজোয় ২৫০ কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, কেন দেবে না?  ১০০ বার দেবে। গুজরাতে যদি ৩০০০ কোটি টাকার মূর্তি করতে পার, ৮০০০ কোটি টাকার প্লেন কিনতে পার, মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ কোটি টাকা দিতে পারে না?

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

বিধানসভা নির্বাচনের আগে সমাবেশে যত মানুষ এসেছিলেন,  এবার তার দ্বিগুন মানুষ এসেছেন বলে উল্লেখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলকে যত বেশি আক্রমণ করা হয়, তৃণমূল তত বেশি শক্তিশালী হয়। ২৩-এর পঞ্চায়েতে আর ২৪-এর লোকসভায় বিরোধীদের ব্যালটে জবাব দেওয়ার বার্তা দিলেন অভিষেক। ইডি, সিবিআই-কে তোয়াক্কা না করে এগিয়ে যাবে তৃণমূল।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল  কারুর কাছে মেরুদণ্ড বিক্রি করবে না, ফের বিজেপির বিরুদ্ধে ম্যারাথন আক্রমণ অভিষেকের

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূল মেরুদণ্ড শক্ত করে লড়াই করছে। আমরা মেরুদণ্ড বিক্রি করব না। বাংলা দিল্লির কাছে হাত পাতবে না। তৃণমূলে ২ নম্বর, ৩ নম্বর কিছু নেই। একমাত্র নেত্রী মমতা। নেতাজি ইন্ডোর থেকে ফের বিজেপির বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের।

তৃণমূল  কারুর কাছে মেরুদণ্ড বিক্রি করবে না, ফের বিজেপির বিরুদ্ধে ম্যারাথন আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

অমিত শাহের বিরুদ্ধে লাগাতার কটাক্ষ করে অভিষেক বলেন, উনি দোষীদের আশ্রয় নিয়েছেন। ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। ওঁনার উচিত তার ছেলে ত্যাজ্যপুত্র করা।  অভিষেক, অমিত শাহের নাম করে বলেন, আপনি বলেন তৃণমূল গরিবের দল। আপনারা বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা গর্ব বোধ করি। এই বস্তির কাছেই আপনাদের মাথা নত করে হার স্বীকার করতে হয়েছিল। পুজোর অনুদান প্রসঙ্গে অভিষেকের দাবি, ১০০ বার অনুদান দেওয়া হবে। তিনি বলেন, পুজোয় ২৫০ কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, কেন দেবে না?  ১০০ বার দেবে। গুজরাতে যদি ৩০০০ কোটি টাকার মূর্তি করতে পার, ৮০০০ কোটি টাকার প্লেন কিনতে পার, মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ কোটি টাকা দিতে পারে না?

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

বিধানসভা নির্বাচনের আগে সমাবেশে যত মানুষ এসেছিলেন,  এবার তার দ্বিগুন মানুষ এসেছেন বলে উল্লেখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলকে যত বেশি আক্রমণ করা হয়, তৃণমূল তত বেশি শক্তিশালী হয়। ২৩-এর পঞ্চায়েতে আর ২৪-এর লোকসভায় বিরোধীদের ব্যালটে জবাব দেওয়ার বার্তা দিলেন অভিষেক। ইডি, সিবিআই-কে তোয়াক্কা না করে এগিয়ে যাবে তৃণমূল।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে