০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান বীরভূম জেলা পুলিশের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
  • / 33
দেবশ্রী মজুমদার, রামপুরহাট:বড়শাল উচ্চ  বিদ্যালয়ে  মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান  বীরভূম জেলা পুলিশের। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার, রামপুরহাট ও তারাপীঠ দুটি থানার আধিকারিক, বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়  এবং  জেলা পরিষদের সহ সভাপতি নন্দেশ্বর মণ্ডল প্রমুখ। 
মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান বীরভূম জেলা পুলিশের
 
আপনার পুলিশ  আপনার পাড়ায়  অনুষ্ঠানের পর দ্বিতীয় বারের জন্য একই জায়গাতে স্পর্শ অনুষ্ঠান  হলো। যেখানে  বীরভূম জেলা পুলিশের মানবিক প্রচেষ্টার দিক তুলে ধরা হয়। মানুষের স্বাস্থ্য  পরীক্ষা, মাধ্যমিক উচ্চমাধ্যমিকে  কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। এছাড়াও দুটি মাতৃপরিক্রমা গাড়ির উদ্বোধন করা হয়। যার মাধ্যমে  প্রবীণ  ও বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে ঠাকুর পরিদর্শন করানো হবে। অনুষ্ঠানে পুরুলিয়ার ঘরানার ছৌনৃত্য পরিবেশিত সকলের মনোরঞ্জনের জন্য 


আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান বীরভূম জেলা পুলিশের

আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
দেবশ্রী মজুমদার, রামপুরহাট:বড়শাল উচ্চ  বিদ্যালয়ে  মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান  বীরভূম জেলা পুলিশের। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার, রামপুরহাট ও তারাপীঠ দুটি থানার আধিকারিক, বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়  এবং  জেলা পরিষদের সহ সভাপতি নন্দেশ্বর মণ্ডল প্রমুখ। 
মুখ্যমন্ত্রীর প্রেরণায় স্পর্শ অনুষ্ঠান বীরভূম জেলা পুলিশের
 
আপনার পুলিশ  আপনার পাড়ায়  অনুষ্ঠানের পর দ্বিতীয় বারের জন্য একই জায়গাতে স্পর্শ অনুষ্ঠান  হলো। যেখানে  বীরভূম জেলা পুলিশের মানবিক প্রচেষ্টার দিক তুলে ধরা হয়। মানুষের স্বাস্থ্য  পরীক্ষা, মাধ্যমিক উচ্চমাধ্যমিকে  কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। এছাড়াও দুটি মাতৃপরিক্রমা গাড়ির উদ্বোধন করা হয়। যার মাধ্যমে  প্রবীণ  ও বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে ঠাকুর পরিদর্শন করানো হবে। অনুষ্ঠানে পুরুলিয়ার ঘরানার ছৌনৃত্য পরিবেশিত সকলের মনোরঞ্জনের জন্য 


আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়