১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতের ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়: মহিসাগর নদীতে পড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৯

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
  • / 127

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে সেতু ভেঙে মৃত্যুর ঘটনা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল। বুধবার সকালে গুজরাতের ভাদোদরায় মহিসাগর নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ে, যার জেরে সেতু থেকে নদীতে পড়ে যায় একাধিক যানবাহন। দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকে।

গুজরাতের ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়: মহিসাগর নদীতে পড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৯

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময়ই হঠাৎ ভেঙে পড়ে সেতুর একাংশ। এই গম্ভীরা সেতুটি ভাদোদরা এবং আনন্দ শহরের সংযোগকারী হিসেবে ৪৩ বছর ধরে ব্যবহার হয়ে আসছিল। তবে দীর্ঘ সময় ধরে ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের অভাবে অবশেষে তা ধসে পড়ল।

আরও পড়ুন: ‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর একাংশ পুরোপুরি ধসে পড়েছে এবং সেখানে একটি ট্যাঙ্কার ঝুলে রয়েছে ভাঙা অংশের একেবারে কিনারায়। ঘটনাটি দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা রাজ্য।

আরও পড়ুন: বাংলা জয়ী ১০ জন হাফেজ

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার পর দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান-সহ মোট ৪টি গাড়ি নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এখনও পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে ইতিমধ্যেই হাজির হয়েছেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা। নদীতে পড়ে যাওয়া যানবাহনের ভেতর আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে। NDRF এবং SDRF টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

সেতু ভেঙে পড়ার মূল কারণ জানতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে প্রশাসন। অনুমান করা হচ্ছে, পুরনো ও দুর্বল কাঠামো, অতিরিক্ত লোড এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এই দুর্ঘটনার পেছনে দায়ী হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতের ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়: মহিসাগর নদীতে পড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৯

আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে সেতু ভেঙে মৃত্যুর ঘটনা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল। বুধবার সকালে গুজরাতের ভাদোদরায় মহিসাগর নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ে, যার জেরে সেতু থেকে নদীতে পড়ে যায় একাধিক যানবাহন। দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকে।

গুজরাতের ভাদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়: মহিসাগর নদীতে পড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৯

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময়ই হঠাৎ ভেঙে পড়ে সেতুর একাংশ। এই গম্ভীরা সেতুটি ভাদোদরা এবং আনন্দ শহরের সংযোগকারী হিসেবে ৪৩ বছর ধরে ব্যবহার হয়ে আসছিল। তবে দীর্ঘ সময় ধরে ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের অভাবে অবশেষে তা ধসে পড়ল।

আরও পড়ুন: ‘নো ইন্ডিয়া অ্যালায়েন্স’, বিহার বিধানসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা আপের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর একাংশ পুরোপুরি ধসে পড়েছে এবং সেখানে একটি ট্যাঙ্কার ঝুলে রয়েছে ভাঙা অংশের একেবারে কিনারায়। ঘটনাটি দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা রাজ্য।

আরও পড়ুন: বাংলা জয়ী ১০ জন হাফেজ

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার পর দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান-সহ মোট ৪টি গাড়ি নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এখনও পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে ইতিমধ্যেই হাজির হয়েছেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা। নদীতে পড়ে যাওয়া যানবাহনের ভেতর আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে। NDRF এবং SDRF টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

সেতু ভেঙে পড়ার মূল কারণ জানতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে প্রশাসন। অনুমান করা হচ্ছে, পুরনো ও দুর্বল কাঠামো, অতিরিক্ত লোড এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এই দুর্ঘটনার পেছনে দায়ী হতে পারে।