ওবিসি শংসাপত্র ইস্যুতে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তি বঞ্চিত সমাজের

- আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
- / 42
পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি (অনগ্রসর শ্রেণি) শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলির বৈধতা নিয়ে তৈরি হওয়া জট আপাতত কিছুটা কাটল। কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
হাই কোর্ট সম্প্রতি এক রায়ে রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত সব সরকারি বিজ্ঞপ্তি-র উপরে স্থগিতাদেশ দিয়েছিল। ফলে রাজ্যে চলমান বিভিন্ন ভর্তি প্রক্রিয়া ও ওবিসি কোটা প্রয়োগে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ও উদ্বেগ। রাজ্য সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
সোমবার, প্রধান বিচারপতি বি আর গবইয়ের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত হাই কোর্টের রায় কার্যকর থাকবে না।
এই রায়ের ফলে আপাতত রাজ্যে ওবিসি শংসাপত্র প্রাপ্ত আবেদনকারী ও ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে।