ভোট চুরিকে ধামাচাপা দিতেই এসআইআর: দাবি রাহুলের
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 68
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর করে দেশের বৈধ ভোটারদের বাদ দিতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর দাবি, ‘সার’–এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দিয়ে অবৈধদের ঢুকিয়ে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। মধ্যপ্রদেশের পাঁচমারিতে কংগ্রেসের এক প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধি। সেখানেই তিনি বলেন, ‘ভোট–চুরি গুরুত্বপূর্ণ ইস্যু, আর এখন ‘সার’ আনা হয়েছে ভোট চুরিকে ধামাচাপা দিতেই।’ এরপরই বিস্ফোরক দাবি করে কংগ্রেস নেতার দাবি, ‘মোদীজি, শাহজি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশজি মিলে জয়েন্ট পার্টনারশিপে কারচুপি করছেন। তাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, সংবিধান আক্রান্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে ভারত মাতার।’
এরপরই ভোট চুরি নিয়ে সরব হন কংগ্রেস নেতা। রাহুলের বক্তব্য, ‘হরিয়ানার ভোট–চুরির প্রমাণ আমি দিয়েছি। সেখানে ২৫ লক্ষ ভোটে কারচুপি হয়েছে। আমার ধারণা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিসগড়েও ভোট চুরি হয়েছে। এটাই বিজেপি আর নির্বাচন কমিশন (ইসি)–র ছক।’












































