১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘শিশুরাই আগামী দিনের আলো’,নেহরুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা
কিবরিয়া আনসারি
- আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 90
পুবের কলম, ওয়েবডেস্ক: পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স-এ তিনি লিখেছেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।”
নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস। সেই উপলক্ষে ছোটদের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে মুখ্যমন্ত্রী আরও লেখেন, “শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার জনসভা ও সরকারি কর্মসূচিতে শিশুদের প্রতি তাঁর স্নেহ প্রকাশ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে শিশুকে কোলে নেওয়া বা তাদের সঙ্গে আলাপ করতে প্রায়ই দেখা যায়। তাঁর কথায়, শিশুরাই দেশের ভবিষ্যৎ—তাদের সুরক্ষা, শিক্ষা ও উন্নতি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।





























