প্রয়াত ধর্মেন্দ্র: ভারতীয় সিনেমার একটি যুগের অবসান, শোকপ্রকাশ করে লিখলেন প্রধানমন্ত্রী
- আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, সোমবার
- / 125
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে দেশজুড়ে। হিন্দি ছবির ‘হি-ম্যানে’র প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ এবং গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি।”
সূত্রের খবর, মাত্র কয়েক সপ্তাহ আগে তাঁকে মুম্বাইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা। সোমবার মুম্বাইয়ের বাসভবনে একটি অ্যাম্বুলেন্স আসার ভিডিয়ো দেখা গিয়েছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যে অভিনেতা প্রয়াত হয়েছেন।




























