১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অশ্লীল কনটেন্টে কড়া পদক্ষেপ এক্সের, ভারতে বাতিল ৬০০ অ্যাকাউন্ট

 

অশ্লীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে কেন্দ্রীয় সরকারের কড়া সতর্কবার্তার পর অবশেষে পদক্ষেপ করল এলন মাস্কের সংস্থা এক্স (টুইটার)। ভারতীয় আইন ও নীতিকে সম্মান জানিয়ে এক্স অন্তত ৩,৫০০টি পোস্ট ব্লক করেছে এবং প্রায় ৬০০টি অ্যাকাউন্ট বাতিল করেছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

কয়েক দিন আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক্সকে নোটিস পাঠায়। অভিযোগ ছিল, এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’-এর অপব্যবহার করে অনুমতি ছাড়া মহিলাদের নগ্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অশ্লীল কনটেন্ট ছড়ানো হচ্ছে। এই বিষয়টি নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল।

এরপরই এক্সের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, সংস্থাটি তাদের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করবে বলে আশ্বাস দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এক্স বা এলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে কেন্দ্রের স্পষ্ট বার্তা—আগামী দিনে এক্সে কোনও অশ্লীল বিষয়বস্তু বরদাস্ত করা হবে না।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আন্দোলন ‘নিয়ন্ত্রণে’, শিগগির ইন্টারনেট চালুর আশ্বাস ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশ্লীল কনটেন্টে কড়া পদক্ষেপ এক্সের, ভারতে বাতিল ৬০০ অ্যাকাউন্ট

আপডেট : ১১ জানুয়ারী ২০২৬, রবিবার

 

অশ্লীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে কেন্দ্রীয় সরকারের কড়া সতর্কবার্তার পর অবশেষে পদক্ষেপ করল এলন মাস্কের সংস্থা এক্স (টুইটার)। ভারতীয় আইন ও নীতিকে সম্মান জানিয়ে এক্স অন্তত ৩,৫০০টি পোস্ট ব্লক করেছে এবং প্রায় ৬০০টি অ্যাকাউন্ট বাতিল করেছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

কয়েক দিন আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক্সকে নোটিস পাঠায়। অভিযোগ ছিল, এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’-এর অপব্যবহার করে অনুমতি ছাড়া মহিলাদের নগ্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অশ্লীল কনটেন্ট ছড়ানো হচ্ছে। এই বিষয়টি নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল।

এরপরই এক্সের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, সংস্থাটি তাদের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করবে বলে আশ্বাস দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এক্স বা এলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে কেন্দ্রের স্পষ্ট বার্তা—আগামী দিনে এক্সে কোনও অশ্লীল বিষয়বস্তু বরদাস্ত করা হবে না।