১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসক্রিম তাও আবার সোনায় মোড়া! দাম জানলে অবাক হবেন

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: বাটার স্কচ,চকোলেট, ব্ল্যাক কারেন্ট, ভ্যানিলা প্রতিটা ফ্লেভারি খুব প্রিয় আইসক্রিম প্রেমীদের জন্য। ৫ হোক বা ৫০ যত দাম হোক না কেন ? পকেট থেকে টাকা খসাতে একবারও ভাবেন না আইসক্রিম প্রেমিরা। আমরা প্রতিদিন নানান রকমের আইস ক্রিম খাই। শীত প্রায় যায় যায়, গরম কাল ইতিমধ্যে বাংলা থেকে শুরু করে পুরো দেশকে গ্রাস করেছে, গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা নানান রকমের ঠাণ্ডা জাতীয় কিছু খাই। আর ঠাণ্ডার কথা বললে, আইসক্রিমের বিকল্প খুব কম বললেই চলে।কিন্তু একটা আইসক্রিমের দাম খুব বেশি কত হবে  ৫০০ টাকা বা ১০০০ টাকা।

 

আরও পড়ুন: বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দামি আইসক্রিম কোনটি? তার দাম কত ? দাম জানলে আবাক হবেন? আইসক্রিমটার নাম হল স্কুপ ভ্যানিলা । দাম ! খুব একটা বেশি না , ৩০০০ দেরহাম, যেটা ভারতীয় মুদ্রায় মাত্র ৬০ হাজার টাকা। সোনায় মোড়া এই ভ্যানিলা আইসক্রিমের দাম মাত্র ৬০ হাজার টাকা! ভাবা যায়! দুবাইয়ের জুমেইরা রোডের একটি আইসক্রিম দোকান – স্কুপি ক্যাফেতে বিক্রি হয় সেই মহামূল্যবান আইসক্রিম। স্কুপি ক্যাফেতে শুধু এই সোনা মোড়া ভ্যানিলা আইসক্রিমে চোখ ধাঁধিয়ে যাবে তা কিন্তু একদমই নয় ,রয়েছে চারকোল আইসক্রিমও। এই আইসক্রিমের উপরও রাখা হয়েছে মূল্যবান সোনার পাতা! এই সোনা,খওয়া যায় – এমন সোনা। যেটাকে আমরা ইডিবল বলে থাকি।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

দুবাই নামটি শুনলেই একটাই কথা মাথায় আসে বিলাসবহুল জীবন, আর দুবাই সেই জন্যই বিখ্যাত। শুধু বিলাসবহুল জীবনযাপন না, বড়বড় বাড়ি, অট্টালিকা , পাঁচতারা রেস্তরাঁ প্রতিটি জিনিসের জন্য দুবাই অনেকটা জনপ্রিয়। বিশ্বের চমকপ্রদ সমস্ত উপকরণ সব কিছুর মজুত দুবাইয়ে। আর নানান রকমের খাবারের জন্য জনপ্রিয় দুবাই। আইসক্রিম তার ব্যতিক্রম না। তাইতো বিশ্বের সব থেকে দামি আইসক্রিমের মজুত এই দেশে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসক্রিম তাও আবার সোনায় মোড়া! দাম জানলে অবাক হবেন

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বাটার স্কচ,চকোলেট, ব্ল্যাক কারেন্ট, ভ্যানিলা প্রতিটা ফ্লেভারি খুব প্রিয় আইসক্রিম প্রেমীদের জন্য। ৫ হোক বা ৫০ যত দাম হোক না কেন ? পকেট থেকে টাকা খসাতে একবারও ভাবেন না আইসক্রিম প্রেমিরা। আমরা প্রতিদিন নানান রকমের আইস ক্রিম খাই। শীত প্রায় যায় যায়, গরম কাল ইতিমধ্যে বাংলা থেকে শুরু করে পুরো দেশকে গ্রাস করেছে, গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা নানান রকমের ঠাণ্ডা জাতীয় কিছু খাই। আর ঠাণ্ডার কথা বললে, আইসক্রিমের বিকল্প খুব কম বললেই চলে।কিন্তু একটা আইসক্রিমের দাম খুব বেশি কত হবে  ৫০০ টাকা বা ১০০০ টাকা।

 

আরও পড়ুন: বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দামি আইসক্রিম কোনটি? তার দাম কত ? দাম জানলে আবাক হবেন? আইসক্রিমটার নাম হল স্কুপ ভ্যানিলা । দাম ! খুব একটা বেশি না , ৩০০০ দেরহাম, যেটা ভারতীয় মুদ্রায় মাত্র ৬০ হাজার টাকা। সোনায় মোড়া এই ভ্যানিলা আইসক্রিমের দাম মাত্র ৬০ হাজার টাকা! ভাবা যায়! দুবাইয়ের জুমেইরা রোডের একটি আইসক্রিম দোকান – স্কুপি ক্যাফেতে বিক্রি হয় সেই মহামূল্যবান আইসক্রিম। স্কুপি ক্যাফেতে শুধু এই সোনা মোড়া ভ্যানিলা আইসক্রিমে চোখ ধাঁধিয়ে যাবে তা কিন্তু একদমই নয় ,রয়েছে চারকোল আইসক্রিমও। এই আইসক্রিমের উপরও রাখা হয়েছে মূল্যবান সোনার পাতা! এই সোনা,খওয়া যায় – এমন সোনা। যেটাকে আমরা ইডিবল বলে থাকি।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

দুবাই নামটি শুনলেই একটাই কথা মাথায় আসে বিলাসবহুল জীবন, আর দুবাই সেই জন্যই বিখ্যাত। শুধু বিলাসবহুল জীবনযাপন না, বড়বড় বাড়ি, অট্টালিকা , পাঁচতারা রেস্তরাঁ প্রতিটি জিনিসের জন্য দুবাই অনেকটা জনপ্রিয়। বিশ্বের চমকপ্রদ সমস্ত উপকরণ সব কিছুর মজুত দুবাইয়ে। আর নানান রকমের খাবারের জন্য জনপ্রিয় দুবাই। আইসক্রিম তার ব্যতিক্রম না। তাইতো বিশ্বের সব থেকে দামি আইসক্রিমের মজুত এই দেশে।