পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান সময়ে বহু চর্চিত নাম ‘দ্য রক’। এটি একটি সাদা হিরে। প্রায় দু’দশক আগে ২২৮ ক্যারেটের এই হিরেটির খোঁজ মিলেছিল দক্ষিণ আফ্রিকায়। ‘দ্য রক’ বিশ্বের সবচেয়ে বড় সাদা হিরে নামে বলেই পরিচিত।
‘দ্য রক’ এখনও অবধি সবচেয়ে বড় হিরে যেটিকে তাঁদের ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে জিআইএ(জেমোলজাক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা)। এক জন প্রাপ্তবয়স্ক মানুষের বুড়ো আঙুলের মাপের এই হিরেটিকে শ্রেণিবদ্ধ করেছে (জিআইএ)।
এবার নিলামে উঠতে চলেছে বিশ্বের এই সবচেয়ে হিরে। আগামী মে মাসে সুইৎজারল্যাণ্ডে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তোলা হবে হিরেটিকে, জানিয়েছে নিলাম সংস্থা ক্রিস্টিজ।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, নিলামে এটির দাম উঠতে পারে প্রায় ২২৭ কোটি টাকা। নিলামে ওঠার আগে বিভিন্ন দেশে ‘দ্য রক’-এর প্রদর্শনী করা হবে। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুবাইয়ে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তাইপেই এবং নিউইয়র্কের রকফেলার প্লাজায় প্রদর্শিত হবে এই হিরে। সবশেষে ৬ মে থেকে ১১ মে এটি জেনিভায় প্রদর্শিত হবে। সেখানেই ক্রিস্টিজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তুলবে হিরেটিকে। ক্রিস্টিজের এক কর্তা রাহুল কাদাকিয়া জানিয়েছেন, ১৭৬৬ সাল থেকে সংস্থার মাধ্যমে নিলাম হওয়া অন্যান্য বিখ্যাত হিরের মধ্যে জায়গা করে নেবে ‘দ্য রক।’
২০১৭ সালে ক্রিস্টিজের মাধ্যমে নিলাম হওয়া সবচেয়ে বড় সাদা হিরেটি ছিল ১৬৩.৪১ ক্যারেটের। নিলামে যার দাম উঠেছিল প্রায় ২৫৫ কোটি টাকা। এবার সবার লক্ষ্য ‘দ্য রক’এর দিকে।
































