০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টানা দুদিন ম্যারাথন জেরার পর আজ ফের ইডির মুখোমুখি রাহুল, কং নেতাকর্মীদের প্রতিবাদে উত্তেজনা  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার
  • / 61

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা দুদিন ম্যারাথন জেরার পর আজ ফের ইডির মুখোমুখি বসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুলের ইডি দফতরে হাজিরা ঘিরে আজও নিরাপত্তার কড়াকড়ি। এদিনও কংগ্রেস দফতরের সামনে বিক্ষোভে শামিল কংগ্রেসের কর্মী, সমর্থকরা। উত্তপ্ত পরিস্থিতি।

সোমবার প্রথম দফায় ৭ ঘন্টা দ্বিতীয় দফায় তিন ঘণ্টা, মঙ্গলবার মোট ১১ ঘন্টা জেরার পর আজ ফের বুধবার ইডির দফতর এপিজে আবদুল কালাম রোডে ইডির দফতরে জেরার মুখোমুখি বসতে হবে রাহুলকে। গতকাল প্রথম দফার জেরা শেষ হয় বিকেল ৩.৩০ নাগাদ। এরপর তিনি বাড়ি চলে যান। এর পর ৪.৩০ নাগাদ ফের দ্বিতীয় দফার জেরা শুরু হয়।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

এদিকে এই ঘটনায় উত্তপ্ত দিল্লি। ইডির অফিসের সামনে লাগাতার বিক্ষোভ আন্দোলনে কংগ্রেসের হেভিওয়েট সহ নেতাকর্মীরা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইডি অফিসের সামনে বিক্ষোভ অব্যাহত। ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা জানিয়েছেন, নিজের সদর দফতরেই যেতে পারছি না। আমার সরকারি আবাসন ব্যারিকেড দিয়ে সিল করে দিয়েছে পুলিশ। রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া আর কিছুই নয়’।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

গতকাল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং কে সি ভেনুগোপাল সহ কয়েকশ কংগ্রেস নেতা এবং সদস্যদের মঙ্গলবার অবৈধ সমাবেশ এবং পুলিশের আদেশ লঙ্ঘনের জন্য দিল্লি পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা দুদিন ম্যারাথন জেরার পর আজ ফের ইডির মুখোমুখি রাহুল, কং নেতাকর্মীদের প্রতিবাদে উত্তেজনা  

আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা দুদিন ম্যারাথন জেরার পর আজ ফের ইডির মুখোমুখি বসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুলের ইডি দফতরে হাজিরা ঘিরে আজও নিরাপত্তার কড়াকড়ি। এদিনও কংগ্রেস দফতরের সামনে বিক্ষোভে শামিল কংগ্রেসের কর্মী, সমর্থকরা। উত্তপ্ত পরিস্থিতি।

সোমবার প্রথম দফায় ৭ ঘন্টা দ্বিতীয় দফায় তিন ঘণ্টা, মঙ্গলবার মোট ১১ ঘন্টা জেরার পর আজ ফের বুধবার ইডির দফতর এপিজে আবদুল কালাম রোডে ইডির দফতরে জেরার মুখোমুখি বসতে হবে রাহুলকে। গতকাল প্রথম দফার জেরা শেষ হয় বিকেল ৩.৩০ নাগাদ। এরপর তিনি বাড়ি চলে যান। এর পর ৪.৩০ নাগাদ ফের দ্বিতীয় দফার জেরা শুরু হয়।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

এদিকে এই ঘটনায় উত্তপ্ত দিল্লি। ইডির অফিসের সামনে লাগাতার বিক্ষোভ আন্দোলনে কংগ্রেসের হেভিওয়েট সহ নেতাকর্মীরা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইডি অফিসের সামনে বিক্ষোভ অব্যাহত। ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা জানিয়েছেন, নিজের সদর দফতরেই যেতে পারছি না। আমার সরকারি আবাসন ব্যারিকেড দিয়ে সিল করে দিয়েছে পুলিশ। রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া আর কিছুই নয়’।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

গতকাল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং কে সি ভেনুগোপাল সহ কয়েকশ কংগ্রেস নেতা এবং সদস্যদের মঙ্গলবার অবৈধ সমাবেশ এবং পুলিশের আদেশ লঙ্ঘনের জন্য দিল্লি পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার