১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়, আগামী ৯ নভেম্বর শপথ গ্রহণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 76

পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। দেশের শীর্ষ আদালতের ৫০ তম প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি। ডিওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন পাশ করেন তিনি।

এরপরে আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে জুডিশিয়াল সায়েন্সে এলএলএম এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। আগামী ৯ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী দুই বছর এই দায়িত্বে থাকবেন তিনি। ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচুড়।

আরও পড়ুন: এসআইআর শেষ পর্যন্ত দেখবে আদালত: এসআইআর নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

খুব স্বল্পদিনের মেয়াদেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হয়েছিলেন ইউইউ ললিত। বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আগামী প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোর্টের বৈঠকে প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হয়। নিয়ম হিসেবে বর্তমান প্রধান বিচারপতিকে নিজের উত্তরসুরির নাম সুপারিশ করে একটি চিঠি দিতে হয় সরকারকে। এরপরে সেই চিঠিটি পাঠানো হয় পরবর্তী প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রককে।

আরও পড়ুন: SIR নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে

আনুষ্ঠানিকভাবে এই চিঠি বিচারপতি চন্দ্রচূড়ের হাতে তুলে দেওয়ার জন্য সকাল ১০.৩০ মিনিটে একটি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বৈঠক করা হয়। ১৯৯৮ সালে দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে তিনি এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাহি তিনি বম্বে হাই কোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৬ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করা হয়।

আরও পড়ুন: সুপ্রিম ঘটনার পুনরাবৃত্তি, ফের বিচারককে জুতো ছুটে মারলেন মামলাকারী

বিচারপতি চন্দ্রচুড় মুম্বই বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে কম্প্যারেটিভ সাংবিধানিক আইনের ভিজিটিং অধ্যাপক ছিলন। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন তিনি। এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন পাশ করেন তিনি। এরপরে আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে জুডিশিয়াল সায়েন্সে এলএলএম এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়, আগামী ৯ নভেম্বর শপথ গ্রহণ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। দেশের শীর্ষ আদালতের ৫০ তম প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি। ডিওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন পাশ করেন তিনি।

এরপরে আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে জুডিশিয়াল সায়েন্সে এলএলএম এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। আগামী ৯ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী দুই বছর এই দায়িত্বে থাকবেন তিনি। ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচুড়।

আরও পড়ুন: এসআইআর শেষ পর্যন্ত দেখবে আদালত: এসআইআর নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

খুব স্বল্পদিনের মেয়াদেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হয়েছিলেন ইউইউ ললিত। বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আগামী প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোর্টের বৈঠকে প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হয়। নিয়ম হিসেবে বর্তমান প্রধান বিচারপতিকে নিজের উত্তরসুরির নাম সুপারিশ করে একটি চিঠি দিতে হয় সরকারকে। এরপরে সেই চিঠিটি পাঠানো হয় পরবর্তী প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রককে।

আরও পড়ুন: SIR নিয়ে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে

আনুষ্ঠানিকভাবে এই চিঠি বিচারপতি চন্দ্রচূড়ের হাতে তুলে দেওয়ার জন্য সকাল ১০.৩০ মিনিটে একটি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বৈঠক করা হয়। ১৯৯৮ সালে দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে তিনি এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাহি তিনি বম্বে হাই কোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৬ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করা হয়।

আরও পড়ুন: সুপ্রিম ঘটনার পুনরাবৃত্তি, ফের বিচারককে জুতো ছুটে মারলেন মামলাকারী

বিচারপতি চন্দ্রচুড় মুম্বই বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে কম্প্যারেটিভ সাংবিধানিক আইনের ভিজিটিং অধ্যাপক ছিলন। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন তিনি। এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন পাশ করেন তিনি। এরপরে আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে জুডিশিয়াল সায়েন্সে এলএলএম এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।