০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী,  দীপাবলির দিনই অযোধ্যায় শ্রীরামের রাজ্য অভিষেকে উপস্থিত থাকবেন মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
  • / 60

পুবের কলম, ওয়েবডেস্ক:  দীপাবলিতে প্রতিবারের মতোই এবছরেও একটু আলাদা করে কাটাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারেও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। প্রতি বছরই সেনাদের মনোবল বাড়ানোর জন্য জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। তবে দীপাবলির উৎসবের আগে থেকেই ঠাসা কর্মসূচি নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই কৃষকদের হাতে ১২ তম কিস্তির টাকা সহ, ‘এক দেশ, এক সার’ যোজনার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। আর এবার গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এই তিন রাজ্যেই  ঠাসা কর্মসূচির রয়েছে প্রধানমন্ত্রীর। একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি।  শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রতিরক্ষা, কূটনৈতিক থেকে পরিবেশ,  সহ ক্রীড়া, সড়ক উন্নয়ন,  মন্দির সংস্কার থেকে শুরু করে পর্যটন  শিল্পের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ফের উত্তরাখণ্ডে হড়পা বান, নিখোঁজ ৬০, মৃত্যু ৪ জনের

সূত্রের খবর, আগামী ১৯ ও ২০ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।  সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন  করা হবে। ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের  উদ্বোধনও করবেন প্রধামন্ত্রী। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর  স্থাপন সহ রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। ২০ তারিখে তিনি গুজরাত থেকেই সূচনা করবেন  মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি। গুজরাতে পরই ২১ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন উত্তরাখণ্ড সফরে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

সেখানে   কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার  কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

২২ অক্টোবর উত্তরাখণ্ড সফর সেরে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর থেকে শুরু হবে উত্তর প্রদেশ সফর।  অযোধ্যার রামলালার দর্শন ও পুজোপাঠ সেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন ও দীপাবলির উত্‍সবে যোগদান করবেন মোদী। দীপাবলির দিনই অযোধ্যার শ্রীরামের রাজ্য-অভিষেক হবে। এই  অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরায়ূ নদীতে আরতি উপভোগ করবেন প্রধানমন্ত্রী। বিশাল দীপোৎসবেও অংশ নেবেন তিনি।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী,  দীপাবলির দিনই অযোধ্যায় শ্রীরামের রাজ্য অভিষেকে উপস্থিত থাকবেন মোদি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  দীপাবলিতে প্রতিবারের মতোই এবছরেও একটু আলাদা করে কাটাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারেও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। প্রতি বছরই সেনাদের মনোবল বাড়ানোর জন্য জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। তবে দীপাবলির উৎসবের আগে থেকেই ঠাসা কর্মসূচি নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই কৃষকদের হাতে ১২ তম কিস্তির টাকা সহ, ‘এক দেশ, এক সার’ যোজনার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। আর এবার গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এই তিন রাজ্যেই  ঠাসা কর্মসূচির রয়েছে প্রধানমন্ত্রীর। একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি।  শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রতিরক্ষা, কূটনৈতিক থেকে পরিবেশ,  সহ ক্রীড়া, সড়ক উন্নয়ন,  মন্দির সংস্কার থেকে শুরু করে পর্যটন  শিল্পের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ফের উত্তরাখণ্ডে হড়পা বান, নিখোঁজ ৬০, মৃত্যু ৪ জনের

সূত্রের খবর, আগামী ১৯ ও ২০ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।  সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন  করা হবে। ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের  উদ্বোধনও করবেন প্রধামন্ত্রী। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর  স্থাপন সহ রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। ২০ তারিখে তিনি গুজরাত থেকেই সূচনা করবেন  মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি। গুজরাতে পরই ২১ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন উত্তরাখণ্ড সফরে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

সেখানে   কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার  কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

২২ অক্টোবর উত্তরাখণ্ড সফর সেরে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর থেকে শুরু হবে উত্তর প্রদেশ সফর।  অযোধ্যার রামলালার দর্শন ও পুজোপাঠ সেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন ও দীপাবলির উত্‍সবে যোগদান করবেন মোদী। দীপাবলির দিনই অযোধ্যার শ্রীরামের রাজ্য-অভিষেক হবে। এই  অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরায়ূ নদীতে আরতি উপভোগ করবেন প্রধানমন্ত্রী। বিশাল দীপোৎসবেও অংশ নেবেন তিনি।