০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের রূপরেখা ঘোষণা তালিবানের, সর্বোচ্চ নেতা আখুন্দজাদা

‘ইসলামি আমিরাত গঠনের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রশাসনের প্রাক্তন নেতারা ও অন্যান্য প্রভাবশালী জনপ্রতিনিধিরা। এই আলোচনা শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা খুব শীঘ্রই একটি কার্যকরী ক্যাবিনেট ও সরকার গঠনের ঘোষণা করব।’ বিলাল কারিমি– তালিবান– সংস্কৃতি বিভাগ

আরও পড়ুন: মৃত্যুর খবরকে গুজব প্রমাণ করে অবশেষে জনসমক্ষে তালিবানের সুপ্রিম লিডার আখুন্দজাদা

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে সবার অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জটিলতা কাটল। মতের মিল হয়েছে তালিবান ও অন্যান্য আফগান নেতাদের মধ্যে। তাদের মধ্যে চুক্তি অনুযায়ী–  নয়া সরকার ও ক্যাবিনেট গঠন হবে তার সর্বোচ্চ নেতা হবেন সুপ্রিম কমান্ডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা। অর্থাৎ তালিবান সরকারের যেকোনও বিভাগীয় প্রধান নির্বাচিত হয়েছেন ‘বিশ্বাসীদের কমান্ডার’ আখুন্দজাদা। তাঁর কাঁধেই গোটা দেশ চালানোর ভার থাকবে। তবে তাঁকে সহায়তা দেবেন দলের অন্যান্য ডেপুটি নেতা ও মন্ত্রী। তালিবানের সংস্কৃতি শাখার সদস্য বিলাল কারিমি বুধবার এই তথ্য দিয়েছেন। সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গে দেশ পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তালিবান দলের অন্যতম শীর্ষ নেতা ও সহপ্রতিষ্ঠাতা মোল্লাহ গনি বারাদর। সর্বোচ্চ নেতার সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন আরও দুই অভিজ্ঞ তালিবান নেতা। কারিমির কথায়– ‘ইসলামি আমিরাত গঠনের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রাক্তন প্রশাসন ও অন্যান্য প্রভাবশালী জনপ্রতিনিধিও। এই আলোচনা শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা খুব শীঘ্রই একটি কার্যকরী আফগান ক্যাবিনেট ও সরকার গঠনের ঘোষণা করব’।

সর্বধিক পাঠিত

হুগলির পুইনানে বিশ্ব ইজতেমায় এক সমুদ্র মুসল্লির জুমার নামাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারের রূপরেখা ঘোষণা তালিবানের, সর্বোচ্চ নেতা আখুন্দজাদা

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

‘ইসলামি আমিরাত গঠনের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রশাসনের প্রাক্তন নেতারা ও অন্যান্য প্রভাবশালী জনপ্রতিনিধিরা। এই আলোচনা শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা খুব শীঘ্রই একটি কার্যকরী ক্যাবিনেট ও সরকার গঠনের ঘোষণা করব।’ বিলাল কারিমি– তালিবান– সংস্কৃতি বিভাগ

আরও পড়ুন: মৃত্যুর খবরকে গুজব প্রমাণ করে অবশেষে জনসমক্ষে তালিবানের সুপ্রিম লিডার আখুন্দজাদা

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে সবার অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জটিলতা কাটল। মতের মিল হয়েছে তালিবান ও অন্যান্য আফগান নেতাদের মধ্যে। তাদের মধ্যে চুক্তি অনুযায়ী–  নয়া সরকার ও ক্যাবিনেট গঠন হবে তার সর্বোচ্চ নেতা হবেন সুপ্রিম কমান্ডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা। অর্থাৎ তালিবান সরকারের যেকোনও বিভাগীয় প্রধান নির্বাচিত হয়েছেন ‘বিশ্বাসীদের কমান্ডার’ আখুন্দজাদা। তাঁর কাঁধেই গোটা দেশ চালানোর ভার থাকবে। তবে তাঁকে সহায়তা দেবেন দলের অন্যান্য ডেপুটি নেতা ও মন্ত্রী। তালিবানের সংস্কৃতি শাখার সদস্য বিলাল কারিমি বুধবার এই তথ্য দিয়েছেন। সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গে দেশ পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তালিবান দলের অন্যতম শীর্ষ নেতা ও সহপ্রতিষ্ঠাতা মোল্লাহ গনি বারাদর। সর্বোচ্চ নেতার সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন আরও দুই অভিজ্ঞ তালিবান নেতা। কারিমির কথায়– ‘ইসলামি আমিরাত গঠনের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রাক্তন প্রশাসন ও অন্যান্য প্রভাবশালী জনপ্রতিনিধিও। এই আলোচনা শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা খুব শীঘ্রই একটি কার্যকরী আফগান ক্যাবিনেট ও সরকার গঠনের ঘোষণা করব’।