১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ‘কৌন বনেগা ক্রৌড়পতি ১৭’! কত পারিশ্রমিক নেবেন অমিতাভ বচ্চন ? 

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 29

মারুফা খাতুন: অপেক্ষার অবসান। খুব শীঘ্রই নতুন রূপে আসতে চলেছে ভাবে আমিতাভ বচ্চন নিবেদিত কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৭। এটি একটি নামকরা কুইজ শো। সূত্রের খবর বিগ বি প্রত্যেক এপিসোড পিছু ৫ কোটি টাকা নেবেন। সপ্তাহে ৫টি এপিসোড করবেন তিনি। অর্থাৎ টকার অঙ্ক দাঁড়ায় ২৫ কোটি টাকা। এই মুহূর্তে উনিই হলেন ভারতীয় টেলিভিশন জগতের সবচেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঞ্চালক। এর আগে সালমান খান ছিলেন এই জায়গায়। বিখ্যাত টেলিভিশন শো বিগ বস সঞ্চালক তিনি। এনার পারিশ্রমিক প্রত্যেক এপিসোড পিছু ৫ কোটি টাকা। যেহেতু বিগ বসের সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এই দুই দিন ওনাকে দেখা যায় তাই পারিশ্রমিক দাঁড়ায় ১০ কোটি টাকা। আজ থেকে প্রায় ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে কৌন বানেগা ক্রোড়পতি প্রথম শুরু হয়। বিগ বি-এর গলার স্বর, ব্যক্তিত্ব ও স্তাইল-ই হল এই শো এর একমাত্র চাবিকাঠি।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসছে ‘কৌন বনেগা ক্রৌড়পতি ১৭’! কত পারিশ্রমিক নেবেন অমিতাভ বচ্চন ? 

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

মারুফা খাতুন: অপেক্ষার অবসান। খুব শীঘ্রই নতুন রূপে আসতে চলেছে ভাবে আমিতাভ বচ্চন নিবেদিত কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৭। এটি একটি নামকরা কুইজ শো। সূত্রের খবর বিগ বি প্রত্যেক এপিসোড পিছু ৫ কোটি টাকা নেবেন। সপ্তাহে ৫টি এপিসোড করবেন তিনি। অর্থাৎ টকার অঙ্ক দাঁড়ায় ২৫ কোটি টাকা। এই মুহূর্তে উনিই হলেন ভারতীয় টেলিভিশন জগতের সবচেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঞ্চালক। এর আগে সালমান খান ছিলেন এই জায়গায়। বিখ্যাত টেলিভিশন শো বিগ বস সঞ্চালক তিনি। এনার পারিশ্রমিক প্রত্যেক এপিসোড পিছু ৫ কোটি টাকা। যেহেতু বিগ বসের সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এই দুই দিন ওনাকে দেখা যায় তাই পারিশ্রমিক দাঁড়ায় ১০ কোটি টাকা। আজ থেকে প্রায় ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে কৌন বানেগা ক্রোড়পতি প্রথম শুরু হয়। বিগ বি-এর গলার স্বর, ব্যক্তিত্ব ও স্তাইল-ই হল এই শো এর একমাত্র চাবিকাঠি।