০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফিরহাদ হাকিমকে শুভেচ্ছা জানালেন সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফিরহাদ হাকিম সদ্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপরই উচ্ছ্বাস ও অভিনন্দনের জোয়ারে প্রায় ভেসে গিয়েছেন ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি জুম্মার নামায আদায় করেন চেতলায় তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে।

https://t.me/puberkalompatrika

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

তিনি এই ওয়াকফকৃত মসজিদ-সম্পত্তির মুতাওয়াল্লীও প্রশাসক ও তত্ত্বাবধায়ক। নামায শেষে দেখা গেল– প্রচুর মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে রয়েছেন হিন্দু-মুসলিম সকলেই। তারা অপেক্ষমান– কখন ফিরহাদ হাকিম বের হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

ছবিতে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা যাচ্ছে সাবেক সাংসদ আহমদ হাসান ইমরানকে। ইমরান মসজিদেই লাল গোলাপের একটি তোড়া ফিরহাদ হাকিমের হাতে তুলে দিয়ে বলেন– নবীজী সা. ফুল ভালবাসতেন। তাই আপনাকে জানাচ্ছি ফুলেল অভিনন্দন।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিরহাদ হাকিমকে শুভেচ্ছা জানালেন সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফিরহাদ হাকিম সদ্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপরই উচ্ছ্বাস ও অভিনন্দনের জোয়ারে প্রায় ভেসে গিয়েছেন ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি জুম্মার নামায আদায় করেন চেতলায় তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে।

https://t.me/puberkalompatrika

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

তিনি এই ওয়াকফকৃত মসজিদ-সম্পত্তির মুতাওয়াল্লীও প্রশাসক ও তত্ত্বাবধায়ক। নামায শেষে দেখা গেল– প্রচুর মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে রয়েছেন হিন্দু-মুসলিম সকলেই। তারা অপেক্ষমান– কখন ফিরহাদ হাকিম বের হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

ছবিতে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা যাচ্ছে সাবেক সাংসদ আহমদ হাসান ইমরানকে। ইমরান মসজিদেই লাল গোলাপের একটি তোড়া ফিরহাদ হাকিমের হাতে তুলে দিয়ে বলেন– নবীজী সা. ফুল ভালবাসতেন। তাই আপনাকে জানাচ্ছি ফুলেল অভিনন্দন।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের