১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘স্বয়ং হনুমানজির রামলালা দর্শন’, বলছে ট্রাস্ট

সামিমা এহসানা
- আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্ক: স্বয়ং ‘হনুমানজি’ রামের মূর্তি দর্শনে এসেছিলেন, বলে দাবি করছে অযোধ্যার রাম মন্দিরের নিরাপত্তারক্ষীরা।
মঙ্গলের সন্ধ্যায় হঠাৎ করে রাম মন্দিরের ভেতরে ঢুকে পড়ে একটি বাঁদর। এরপর রামের মূর্তির দিকে চলে যায় সে। তারপর ঘুরে বেড়ায় মন্দিরের ভেতরে। রক্ষীরা ভয় পাচ্ছিল, মূর্তির ক্ষতি করতে পারে বাঁদরটি। তাই পিছু নেয় রক্ষীরা। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের ভিঁড়ের দিকে এগিয়ে গিয়ে মন্দির থেকে বেরিয়ে যায় বাঁদরটি। এই ঘটনার কথা এক্সে শেয়ার করেছে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। ওই পোস্টে লেখা হয়েছে, নিরাপত্তারাক্ষীরা নাকি বলছেন, ‘স্বয়ং হনুমানজি রাম লালার দর্শন করতে এসেছিলেন’।
Tag :
monkey visiting Ram Mandir রাম মন্দিরে ঢুকল হনুমানজি স্বয়ং হনুমানজির রামলালা দর্শন বলছে ট্রাস্ট