০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ্-উল-আযহা

সুস্মিতা
  • আপডেট : ৭ জুন ২০২৫, শনিবার
  • / 411

পুবের কলম ওয়েবডেস্ক: আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ্-উল-আযহা। ঈদ উল আজহার মূল বার্তাই হচ্ছে ‘ত্যাগ’। যখন আল্লাহ ইব্রাহিম (আ.)-কে বলেছিলেন, নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে। সেই প্রিয় জিনিসটি ছিল নিজের সন্তান। আল্লাহ তাঁর আত্মত্যাগ কবুল করে একটি পশুকে কুরবানি করার আদেশ দেন। সেই থেকেই ঈদ উল আজহা— শুধু পশু কুরববানির উৎসব নয়, নিজের স্বার্থ ত্যাগ করার শিক্ষা দেয়।

এদিন দেশের সমস্ত রাজ্যে ঈদের নামাযে শামিল হবেন মুসল্লিরা। পরস্পরের আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধের ছবি ধরা পড়বে সর্বত্র। তবে, এই ঈদ ঘিরে সতর্ক প্রশাসনও। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর তারা।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

দেশের বিভিন্ন পশুহাটে শুক্রবার শেষমহূর্তে কেনাকাটার ব্যস্ততা নজরে এসেছে। যদিও মহারাষ্ট্রের একাধিক জায়গায় পশুহাট বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম এক বার্তায় জানিয়েছেন, প্রকাশ্যে খোলা স্থানে বা রস্তার উপর পশু কুরবানি করা থেকে বিরত থাকার জন্য।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

এদিকে শ্রীনগরের ঈদগাহে ঈদের নামাযে অনুমতি দিল না প্রশাসন। মসজিদ বিষয়ক ব্যবস্থাপনা কমিটি ‘ আঞ্জুমান ওকাফ জামিয়া মসজিদ’ শুক্রবার জানিয়েছে যে, প্রশাসন কর্তৃপক্ষ শ্রীনগরের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়নি।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

বৃহস্পতিবার আঞ্জুমান ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ পড়ার অনুমতি দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে স্পষ্টতা চেয়েছিল। কিন্তু, অনুমতি না মেলায় তা নিয়ে কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দীর্ঘদিনের ইসলামী ঐতিহ্য এবং জনগণের সম্মিলিত ধর্মীয় অনুভূতি মেনে শ্রীনগরের ঈদগাহে ঈদের জামাত আয়োজনের অনুমতি না দেওয়ায় আঞ্জুমান গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’

আঞ্জুমান ঘোষণা করেছে যে, আজ সকাল সাড়ে ৯টায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। সকল মুসল্লিকে জামা মসজিদে ঈদের নামাজে বিপুল সংখ্যায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশও তৎপর। রাজ্যে ইতিমধ্যে শুধু সম্ভলেই ৫ কোম্পানি পিএসি ও আরআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যজুড়ে উচ্চসতকর্তা জারি করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ্-উল-আযহা

আপডেট : ৭ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ্-উল-আযহা। ঈদ উল আজহার মূল বার্তাই হচ্ছে ‘ত্যাগ’। যখন আল্লাহ ইব্রাহিম (আ.)-কে বলেছিলেন, নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে। সেই প্রিয় জিনিসটি ছিল নিজের সন্তান। আল্লাহ তাঁর আত্মত্যাগ কবুল করে একটি পশুকে কুরবানি করার আদেশ দেন। সেই থেকেই ঈদ উল আজহা— শুধু পশু কুরববানির উৎসব নয়, নিজের স্বার্থ ত্যাগ করার শিক্ষা দেয়।

এদিন দেশের সমস্ত রাজ্যে ঈদের নামাযে শামিল হবেন মুসল্লিরা। পরস্পরের আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধের ছবি ধরা পড়বে সর্বত্র। তবে, এই ঈদ ঘিরে সতর্ক প্রশাসনও। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর তারা।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

দেশের বিভিন্ন পশুহাটে শুক্রবার শেষমহূর্তে কেনাকাটার ব্যস্ততা নজরে এসেছে। যদিও মহারাষ্ট্রের একাধিক জায়গায় পশুহাট বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম এক বার্তায় জানিয়েছেন, প্রকাশ্যে খোলা স্থানে বা রস্তার উপর পশু কুরবানি করা থেকে বিরত থাকার জন্য।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

এদিকে শ্রীনগরের ঈদগাহে ঈদের নামাযে অনুমতি দিল না প্রশাসন। মসজিদ বিষয়ক ব্যবস্থাপনা কমিটি ‘ আঞ্জুমান ওকাফ জামিয়া মসজিদ’ শুক্রবার জানিয়েছে যে, প্রশাসন কর্তৃপক্ষ শ্রীনগরের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়নি।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

বৃহস্পতিবার আঞ্জুমান ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ পড়ার অনুমতি দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছে স্পষ্টতা চেয়েছিল। কিন্তু, অনুমতি না মেলায় তা নিয়ে কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দীর্ঘদিনের ইসলামী ঐতিহ্য এবং জনগণের সম্মিলিত ধর্মীয় অনুভূতি মেনে শ্রীনগরের ঈদগাহে ঈদের জামাত আয়োজনের অনুমতি না দেওয়ায় আঞ্জুমান গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’

আঞ্জুমান ঘোষণা করেছে যে, আজ সকাল সাড়ে ৯টায় শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। সকল মুসল্লিকে জামা মসজিদে ঈদের নামাজে বিপুল সংখ্যায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশও তৎপর। রাজ্যে ইতিমধ্যে শুধু সম্ভলেই ৫ কোম্পানি পিএসি ও আরআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যজুড়ে উচ্চসতকর্তা জারি করা হয়েছে।