২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি’, ভরা এজলাসেই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার
  • / 25

পুবের কলম প্রতিবেদক: স্কুল চাকরির দাবিতে এক আন্দোলনকারীকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিল আদালত। আসলে তিনি ক্যানসার আক্রান্ত। তারপর রাজ্যের তরফে ক্যানসার আক্রান্ত সেই সোমা দাসকে নিয়োগের বন্দোবস্ত করা হয়। তিনি বর্তমানে বীরভূমের একটি স্কুলে নবম-দশমের বাংলার শিক্ষক হিসাবে যোগদান করেছেন। এ নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাও আবার ভরা এজলাসেই।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির নানান অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও চলছে। সেই মামলাগুলির রায় দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া রায় শুনিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি নানান ইস্যুতে মাঝে মধ্যেই কটাক্ষ করেন।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

রাজ্যের একাধিক মন্ত্রীকে বরখাস্ত করার সুপারিশও করেন বিচারপতি। সেই বিচারপতিই এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ক্যানসার আক্রান্ত সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্যই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভরা এজলাসে বলেন, ‘আমি একটা অনুরোধ করেছিলাম। সেটা কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি হয়েছি।’

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি’, ভরা এজলাসেই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: স্কুল চাকরির দাবিতে এক আন্দোলনকারীকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিল আদালত। আসলে তিনি ক্যানসার আক্রান্ত। তারপর রাজ্যের তরফে ক্যানসার আক্রান্ত সেই সোমা দাসকে নিয়োগের বন্দোবস্ত করা হয়। তিনি বর্তমানে বীরভূমের একটি স্কুলে নবম-দশমের বাংলার শিক্ষক হিসাবে যোগদান করেছেন। এ নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাও আবার ভরা এজলাসেই।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির নানান অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলাও চলছে। সেই মামলাগুলির রায় দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া রায় শুনিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি নানান ইস্যুতে মাঝে মধ্যেই কটাক্ষ করেন।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

রাজ্যের একাধিক মন্ত্রীকে বরখাস্ত করার সুপারিশও করেন বিচারপতি। সেই বিচারপতিই এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ক্যানসার আক্রান্ত সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্যই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভরা এজলাসে বলেন, ‘আমি একটা অনুরোধ করেছিলাম। সেটা কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি হয়েছি।’

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি