০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যে কেউ তার নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হতে পারে, আমাদের দেশ বসুধৈব কুটুম্বকমঃ মুখতার আব্বাস নকভি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে ক্রমশ ধর্মান্তরের বিষয়টি জোরালো হচ্ছে। আর এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি এদিন বলেন,  ‘যে কোনও ব্যক্তি তার ইচ্ছামতো ধর্মান্তরিত হতে পারে। এই দেশে সব কিছু বিনামূল্যে।’ মঙ্গলবার নকভি দিল্লিতে খ্রিস্টান সংগঠনগুলির সঙ্গে দেখা করেন। নকভি বলেন, যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি তারা সকলের জন্য কাজ করবে। তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রতিটি ধর্মের মানুষ বাস করে, সেখানে আস্তিকদের পাশাপাশি নাস্তিকও আছে।  বৈচিত্র্যে ঐক্য আছে, আছে পুরনো সংস্কৃতি। তাই এই দেশে কোন অসহিষ্ণুতা নেই। দেখুন প্রতিবেশী দেশে কি হচ্ছে, আমাদের দেশে এটা হয় না এবং কেউ করলেও সমাজ তা মেনে নেয় না।” এছাড়াও তিনি বলেন, “অনেক সময় ধর্মান্তরের মতো ঘটনা ঘটে। ধর্মান্তর একটি দেশের উন্নতির মাপকাঠি হতে পারে না। যদি কেউ নিজের ইচ্ছায় ধর্মান্তরিত করতে চায়, তাহলে তা করুন। কেউ শিখ হবে, কেউ অন্য কিছু হবে। সবার জন্য উন্মুক্ত।  আমাদের দেশ হল বসুধৈব কুটুম্বকম। ” খ্রিস্টান সংগঠনগুলোর কাজের প্রশংসা করে নকভি বলেন, মানবতা হল সেবা। করোনায় আপনাদের অনেক সংগঠন আছে, যারা কাজ করেছে। আমি আপনাদের শ্রদ্ধা  জানাই।

অন্যদিকে শিক্ষা নীতি এবং ধর্মান্তরকরণের বিষয়ে খ্রিস্টানদের পক্ষ থেকে সরকারের কাছে জমা দেওয়া দুটি স্মারকলিপিতে খ্রিস্টান সংগঠনগুলো বলেছে যে এই নীতিমালার আওতায় অনেক খ্রিস্টান স্কুল-কলেজ বন্ধ হয়ে যেতে পারে এবং  ধর্মান্তরের অভিযোগে সংস্থাগুলি হয়রানির শিকার হচ্ছে।

আরও পড়ুন: ২০২২ এর হজ প্রক্রিয়া ১০০% হবে ডিজিটাল : নাকভি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যে কেউ তার নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হতে পারে, আমাদের দেশ বসুধৈব কুটুম্বকমঃ মুখতার আব্বাস নকভি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে ক্রমশ ধর্মান্তরের বিষয়টি জোরালো হচ্ছে। আর এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি এদিন বলেন,  ‘যে কোনও ব্যক্তি তার ইচ্ছামতো ধর্মান্তরিত হতে পারে। এই দেশে সব কিছু বিনামূল্যে।’ মঙ্গলবার নকভি দিল্লিতে খ্রিস্টান সংগঠনগুলির সঙ্গে দেখা করেন। নকভি বলেন, যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি তারা সকলের জন্য কাজ করবে। তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রতিটি ধর্মের মানুষ বাস করে, সেখানে আস্তিকদের পাশাপাশি নাস্তিকও আছে।  বৈচিত্র্যে ঐক্য আছে, আছে পুরনো সংস্কৃতি। তাই এই দেশে কোন অসহিষ্ণুতা নেই। দেখুন প্রতিবেশী দেশে কি হচ্ছে, আমাদের দেশে এটা হয় না এবং কেউ করলেও সমাজ তা মেনে নেয় না।” এছাড়াও তিনি বলেন, “অনেক সময় ধর্মান্তরের মতো ঘটনা ঘটে। ধর্মান্তর একটি দেশের উন্নতির মাপকাঠি হতে পারে না। যদি কেউ নিজের ইচ্ছায় ধর্মান্তরিত করতে চায়, তাহলে তা করুন। কেউ শিখ হবে, কেউ অন্য কিছু হবে। সবার জন্য উন্মুক্ত।  আমাদের দেশ হল বসুধৈব কুটুম্বকম। ” খ্রিস্টান সংগঠনগুলোর কাজের প্রশংসা করে নকভি বলেন, মানবতা হল সেবা। করোনায় আপনাদের অনেক সংগঠন আছে, যারা কাজ করেছে। আমি আপনাদের শ্রদ্ধা  জানাই।

অন্যদিকে শিক্ষা নীতি এবং ধর্মান্তরকরণের বিষয়ে খ্রিস্টানদের পক্ষ থেকে সরকারের কাছে জমা দেওয়া দুটি স্মারকলিপিতে খ্রিস্টান সংগঠনগুলো বলেছে যে এই নীতিমালার আওতায় অনেক খ্রিস্টান স্কুল-কলেজ বন্ধ হয়ে যেতে পারে এবং  ধর্মান্তরের অভিযোগে সংস্থাগুলি হয়রানির শিকার হচ্ছে।

আরও পড়ুন: ২০২২ এর হজ প্রক্রিয়া ১০০% হবে ডিজিটাল : নাকভি