২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা হাওড়া পুরসভার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ মে ২০২৪, বুধবার
  • / 20

আইভি আদক, হাওড়া:  ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা নিতে চলেছে হাওড়া পুরসভা। ভ্যাট সাফাই রাখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত গাড়ি আনা হবে। গাড়িগুলো ভ্যাট থেকে বা রাস্তা থেকে নর্মাল জঞ্জাল তুলতে তুলতে যাবে। মেন রোডের ভ্যাটগুলো কভার করবে তারা।

ক্লিনিংয়ের পর ভ্যাটের গেট যাতে বন্ধ থাকে তা দেখা হবে। যেখানে গেট নেই সেখানে ভ্যাটে গেট বসানো হবে। ভ্যাটগুলো কালারফুল করতে সৌন্দর্য্যায়ণ করা হবে। ১৪টা ওয়ার্ডে ডোর টু ডোর কালেকশন শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। ওই ওয়ার্ডগুলো ভ্যাট ফ্রি ওয়ার্ড হবে। পুরসভার কনজারভেন্সি সিস্টেম ঢেলে সাজানো হবে। পুরসভার তরফ থেকে লিটল পিগ স্পেশাল দুটো গাড়ি কেনা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা হাওড়া পুরসভার

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার

আইভি আদক, হাওড়া:  ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা নিতে চলেছে হাওড়া পুরসভা। ভ্যাট সাফাই রাখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত গাড়ি আনা হবে। গাড়িগুলো ভ্যাট থেকে বা রাস্তা থেকে নর্মাল জঞ্জাল তুলতে তুলতে যাবে। মেন রোডের ভ্যাটগুলো কভার করবে তারা।

ক্লিনিংয়ের পর ভ্যাটের গেট যাতে বন্ধ থাকে তা দেখা হবে। যেখানে গেট নেই সেখানে ভ্যাটে গেট বসানো হবে। ভ্যাটগুলো কালারফুল করতে সৌন্দর্য্যায়ণ করা হবে। ১৪টা ওয়ার্ডে ডোর টু ডোর কালেকশন শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। ওই ওয়ার্ডগুলো ভ্যাট ফ্রি ওয়ার্ড হবে। পুরসভার কনজারভেন্সি সিস্টেম ঢেলে সাজানো হবে। পুরসভার তরফ থেকে লিটল পিগ স্পেশাল দুটো গাড়ি কেনা হবে।