কোভিড ভ্যাকসিনে মৃত্যু নয়, বলছে কেন্দ্রীয় সরকার

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 26
পুবের কলম , ওয়েবডেস্ক: কোভিড ভ্যাকসিনে মৃত্যু নয়। কোভিড-১৯-এর হাত থেকে রেহাই পেতে ভ্যাকসিন নেওয়ার পর আকস্মিক মৃত্যুর ঘটনা নিয়ে সম্প্রতি অনেক কথা উঠছে। কিন্তু কেন্দ্র সরকার সাফ জানিয়ে দিয়েছে, ভ্যাকসিন নয়, মৃত্যুর পেছনে রয়েছে অন্য কারণ। স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশে চলা দুটি বড় গবেষণায় (একটি আইসিএমআর ও অন্যটি এইমস) দেখা গেছে, ভ্যাকসিন নেওয়ার ফলে মৃত্যুর ঝুঁকি বাড়ে না, বরং দু’ডোজ নেওয়া থাকলে ঝুঁকি কিছুটা কমে।
গবেষণায় কী উঠে এসেছে?
গবেষকরা দেশের ৪৭টি হাসপাতালে ১৮,৪৫ বছর বয়সীদের মধ্যে হওয়া ৭২৯টি আকস্মিক মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করেছেন। দেখা গেছে, মৃত্যুর পেছনে প্রধানত দায়ী: আগে করোনায় আক্রান্ত হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়া, পরিবারের মধ্যে হৃদরোগ বা আকস্মিক মৃত্যুর ইতিহাস, ধূমপান, মদ্যপান, মাদক সেবন বা অতিরিক্ত শরীরচর্চা ইত্যাদি । এইমস-ও জানিয়েছে, অনেক ক্ষেত্রে জিনগত হৃদরোগ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন-ই এই মৃত্যুর কারণ।
কী বলছে সরকার?
সরকার জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা ভীতির পরিবেশ তৈরি করছে এবং মানুষকে ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করছে। এটা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।