২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিমপীঠ স্কুল পরিদর্শকের অফিসে স্কুল শিক্ষকদের নিয়ে একদিনের দাবা খেলার কর্মশালা হয়ে গেল

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
  • / 208

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার জয়নগরে স্কুল শিক্ষকদের নিয়ে হয়ে গেল দাবা খেলার ওপর একদিনের কর্মশালা।বুধবার জয়নগর চক্রের অবর স্কুল পরিদর্শকের মিটিং হল নিমপীঠে জয়নগর চক্র ও জয়নগর উওর চক্রের ৫০ টি স্কুলের ৫০ জন শিক্ষককে নিয়ে এই এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নিমপীঠ স্কুল পরিদর্শকের অফিসে স্কুল শিক্ষকদের নিয়ে একদিনের দাবা খেলার কর্মশালা হয়ে গেল

এদিন এই খেলার উদ্বোধন করেন জয়নগর দুই নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা, জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরো অনেকে।সারা বাংলা দাবা এসোসিয়েশনের সহায়তায় এদিন এই দাবা খেলার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের নিয়ে চতুর্দলীয় প্রীতি ফুটবল খেলা হল জয়নগরে

এ ব্যাপারে জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন,বর্ষার সময় স্কুলের পড়ুয়ারা মাঠে গিয়ে খেলতে পারে না।মোবাইলে মগ্ন হয়ে পড়ে।তাই তাদের দাবার মতন খেলায় মনোনিবেশ করালে মোবাইল আসক্ত যেমন কমবে তেমনি দাবা খেললে বুদ্ধির ও বিকাশ ঘটবে।এদিনের এই কর্মশালায় আগত শিক্ষককেরা তাদের স্কুলে গিয়ে পড়ুয়াদের দাবা খেলার ওপর কর্মশালার মধ্যে দিয়ে তাদের দাবা খেলার প্রশিক্ষন দেবে।

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

আরও পড়ুন: জয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিমপীঠ স্কুল পরিদর্শকের অফিসে স্কুল শিক্ষকদের নিয়ে একদিনের দাবা খেলার কর্মশালা হয়ে গেল

আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার জয়নগরে স্কুল শিক্ষকদের নিয়ে হয়ে গেল দাবা খেলার ওপর একদিনের কর্মশালা।বুধবার জয়নগর চক্রের অবর স্কুল পরিদর্শকের মিটিং হল নিমপীঠে জয়নগর চক্র ও জয়নগর উওর চক্রের ৫০ টি স্কুলের ৫০ জন শিক্ষককে নিয়ে এই এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নিমপীঠ স্কুল পরিদর্শকের অফিসে স্কুল শিক্ষকদের নিয়ে একদিনের দাবা খেলার কর্মশালা হয়ে গেল

এদিন এই খেলার উদ্বোধন করেন জয়নগর দুই নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা, জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরো অনেকে।সারা বাংলা দাবা এসোসিয়েশনের সহায়তায় এদিন এই দাবা খেলার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের নিয়ে চতুর্দলীয় প্রীতি ফুটবল খেলা হল জয়নগরে

এ ব্যাপারে জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন,বর্ষার সময় স্কুলের পড়ুয়ারা মাঠে গিয়ে খেলতে পারে না।মোবাইলে মগ্ন হয়ে পড়ে।তাই তাদের দাবার মতন খেলায় মনোনিবেশ করালে মোবাইল আসক্ত যেমন কমবে তেমনি দাবা খেললে বুদ্ধির ও বিকাশ ঘটবে।এদিনের এই কর্মশালায় আগত শিক্ষককেরা তাদের স্কুলে গিয়ে পড়ুয়াদের দাবা খেলার ওপর কর্মশালার মধ্যে দিয়ে তাদের দাবা খেলার প্রশিক্ষন দেবে।

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

আরও পড়ুন: জয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের