২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন, বাতিল শতাধিক ট্রেন

মারুফা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম প্রতিবেদক : পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত মালদহ টাউন স্টেশনের ইয়ার্ড সংস্কার সহ রক্ষণাবেক্ষণমুলক কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক রুটের দূরপাল্লার বিপুল সংখ্যক যাত্রীবাহী মেল এবং এক্সপ্রেস ট্রেন।পুর্ব রেল সুত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে মালদা টাউন স্টেশনের ইয়ার্ড পুনর্গঠনের জন্য প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ শুরু হয়েছে গত ২৮ আগষ্ট।

আগামী ৩ সেপ্টেম্বর ওই কাজ চলবে। মালদা টাউন স্টেশনের ইয়ার্ড রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী কাল অর্থাৎ ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ৪০টা এক্সপ্রেস ট্রেন, ৮টা প্যাসেঞ্জার সহ আপ-ডাউনের মোট ১১৩টি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে চলবে না বেশ কিছু ট্রেন। ট্রেন বাতিলের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সুচিও পরিবর্তন করা হয়ে। এছাড়াও কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তের কথা রেলের পক্ষ থেকে জানান হয়েছে।

দূর পাল্লার রুটে বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস, শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ–সাহারসা হাটে বাজারে এক্সপ্রেস, হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের মতো ট্রেন।

এছাড়াও দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা–গয়া এক্সপ্রেস, কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট, তাম্বারাম–শিলঘাট নগাঁও এক্সপ্রেস ট্রেনকে মালদা টাউনের পরিবর্তে ভিন্ন রুটে চালানো হবে বলে জানিয়েছে রেল দফতর।অন্যদিকে আপ এবং ডাউন হাওড়া–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস রামপুরহাট পর্যন্ত চলবে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদা টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন, বাতিল শতাধিক ট্রেন

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক : পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত মালদহ টাউন স্টেশনের ইয়ার্ড সংস্কার সহ রক্ষণাবেক্ষণমুলক কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক রুটের দূরপাল্লার বিপুল সংখ্যক যাত্রীবাহী মেল এবং এক্সপ্রেস ট্রেন।পুর্ব রেল সুত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে মালদা টাউন স্টেশনের ইয়ার্ড পুনর্গঠনের জন্য প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ শুরু হয়েছে গত ২৮ আগষ্ট।

আগামী ৩ সেপ্টেম্বর ওই কাজ চলবে। মালদা টাউন স্টেশনের ইয়ার্ড রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী কাল অর্থাৎ ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ৪০টা এক্সপ্রেস ট্রেন, ৮টা প্যাসেঞ্জার সহ আপ-ডাউনের মোট ১১৩টি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে চলবে না বেশ কিছু ট্রেন। ট্রেন বাতিলের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সুচিও পরিবর্তন করা হয়ে। এছাড়াও কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তের কথা রেলের পক্ষ থেকে জানান হয়েছে।

দূর পাল্লার রুটে বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস, শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ–সাহারসা হাটে বাজারে এক্সপ্রেস, হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের মতো ট্রেন।

এছাড়াও দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা–গয়া এক্সপ্রেস, কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট, তাম্বারাম–শিলঘাট নগাঁও এক্সপ্রেস ট্রেনকে মালদা টাউনের পরিবর্তে ভিন্ন রুটে চালানো হবে বলে জানিয়েছে রেল দফতর।অন্যদিকে আপ এবং ডাউন হাওড়া–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস রামপুরহাট পর্যন্ত চলবে।